Madhyamik 2025 Geography Suggestion//মাধ্যমিক ভূগোল সাজেশন 2025

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি তোমাদের জন্যে নিয়ে হাজির ভূগোলের বাছাইকরা সেরা ৫০ এককথায় /এইগুলি অত্যন্ত যত্নসহকারে তৈরি করো দুর্দান্ত রেজাল্টের জন্যে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি…..

  1. আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত – ফিলিপাইনসের ম্যানিলিয়ায়।
  2. গীষ্মকালীন ধান হল – আউশ।
  3. একটি উচ্চফলনশীল ধানবীজের নাম হল – জয়া/রত্না ।
  4. ভারতে সর্বাধিক গম উৎপাদিত হয় – উত্তর প্রদেশ ।
  5. ভারতের একটি গম উৎপাদক বলয়ের নাম হল – পাঞ্জাব-হরিয়ানা।
  6. ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের না হল – অসম ।
  7. একটি অর্থকরী ফসল বলতে বোঝায় – ইক্ষু।
  8. দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক রাজ্যের নাম হল – তামিলনাড়ু/কর্ণাটক ।
  9. ভারতের চা গবেষণাগারটি অবস্থিত – অসমের জোরহাট ।
  10. দার্জিলিং – এ উৎপাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগিচাফসল হল – চা ।
  11. ভারতের একটি জায়িদ ফসলের নাম হল – শশা/তরমুজ ।
  12. ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলাটির নাম হল – কোডাগু (কর্ণাটকে)।
  13. একটি ওজন হ্রাসকারী ফসলের নাম হল – ইক্ষু ।
  14. ভারতের কফিগবেষণাকেন্দ্রটি অবস্থিত – কাশড়াগড়।
  15. ইক্ষু গবেষণা কেন্দ্রটি হল – লক্ষ্ণৌতে ।
  16. SAIL এর পুরো নাম হল – Steel Authority of India Limited ।
  17. লৌহ- ইস্পাত শিল্পের প্রয়োজনীয় একটি প্রধান কাঁচামালের নাম হল – আকরিক লৌহ/ম্যাঙ্গানিজ/ডলোমাইট ।
  18. দুটি ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম হল – রেল ইঞ্জিন, কম্পিউটার ।
  19. একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও – আকরিক লৌহ ।
  20. একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম হল – বেঙ্গালুরু।
  21. একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হল – কার্পাস ।
  22. SEZ অর্থ হল – মুক্ত বাণিজ্য অঞ্চল ।
  23. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত – গুরগাঁও ।
  24. পূর্ব ভারতে রেলবগি ও রেলইঞ্জিন তৈরী – ম্যাঙ্গালোর, দমদম, জামশেদপুর, চিত্তরঞ্জন, বারণসী ।
  25. ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানির নাম হল – SAIL ।
  26. ভারতের উপকূলে স্থাপিত ইস্পাতকেন্দ্রটি হল – বিশাখাপত্তনম ।
  27. ভারতের একটি অস্থানু শিল্পের নাম – কার্পাস ।
  28. ভারতের প্রথম সুতাকল গড়ে উঠেছিল – ঘুষুড়ি (হাওড়া)।
  29. দক্ষিণভারতে বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্রের নাম হল – কোয়েম্বাটোর।
  30. গোলাপি শহর বলা হয় – জয়পুরকে ।
  31. জনসংখ্যার বিচারে ভারতে বৃহত্তম শহর হল – দিল্লী ।
  32. ভারতের বৃহত্তম মহানগরটি হল – মুম্বাই ।
  33. ভারতের দীর্ঘতম রেলপথের নাম হল – বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা।
  34. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল – উত্তরপ্রদেশ ।
  35. ভারতের রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্রটি অবস্থিত – খড়গপুর, পশ্চিমবঙ্গ।
  36. ভারতে ‘বুলেট ট্রেনের’ প্রস্তাবিত রেলপথের প্রান্তীয় নগর দুটির নাম হল – মুম্বাই-আহমেদাবাদ ।
  37. উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পযর্ন্ত সড়ক পথটির দৈর্ঘ হল – প্রায় 4000 Km।
  38. ভারতে বৃহত্তম বিমানবন্দরটি হল – ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ।
  39. ভারতে মোবাইল ফোন পরিসেবা শুরু হয় 1995 সালে ।
  40. ভারতের 1 নং জাতীয় জলপথ হল – গঙ্গা-ভাগীরথী –হুগলি নদী হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত ।
  41. আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত রূপ হলো – পর্যায়ন
  42. মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে – ওয়াদি
  43. পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ – 34%
  44. বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা -100%
  45. শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে দেখা যায় – দুর্যোগপূর্ণ আবহাওয়া
  46. কেন্দ্রাতিগ বলের প্রভাবে সৃষ্টি হয় – মুখ্য জোয়ার
  47. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল – মিথেন
  48. ভারতের উত্তরতম স্থানটি হল – ইন্দিরাকল
  49. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখে – তামিলনাড়ু
  50. ভারতে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব দেখা যায় – শীতকালে
Madhyamik 2025 Geography Suggestion

Leave a Comment