মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৩/Madhyamik physical science suggestion 2023(MCQ & SAQ)

আমার স্নেহের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ এই পোস্টে তোমাদের জন্যে ভৌতবিজ্ঞানের একটি দুর্দান্ত নোটশ নিয়ে হাজির। হুবহু এককথায় (MCQ & SAQ) কমন পেতে অবশ্যই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যত্নসহকারে পড়ে তৈরি করে নাও/অবশ্যই তোমার অন্যান্য সাথী বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ পোস্টটি শেয়ার করো যেন তারাও এই পোস্ট থেকে উপকৃত হয়।তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক এই পোস্টটি……….

  1. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল – মেসোস্ফিয়ার
  2. STP তে 11.2L একটি গ্যাসের ভর 22g। গ্যাসটির বাষ্পঘনত্ব হল – 22
  3. STP তে 2 মোল অক্সিজেনের আয়তন – 44.8L
  4. প্রাপ্তবয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব (আনুমানিক) – 25 cm
  5. ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান হল – r-i
  6. বিভব পার্থক্য একই দেখে রোধ অর্ধেক করলে প্রবাহমাত্রা হয় – দ্বিগুণ
  7. কোন মৌলটির জারণধর্ম সবচেয়ে বেশি – F
  8. কোন মৌলটিতে আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধন বর্তমান? – NaCN
  9. অ্যাসিডমিশ্রিত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত – 2:1
  10. জার্মান সিলভারের প্রধান উপাদান – Cu
  11. জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় – N2 গ্যাস
  12. ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে – CFC
  13. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি হল – মূলবিন্দুগামী সরলরেখা
  14. 12g কার্বনের সঙ্গে 32g অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন অক্সাইড উৎপন্ন হবে? – 1
  15. প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক – বেগুনি
  16. উত্তল লেন্সের সামনে বস্তুকে f এবং 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হয় – অবশীর্ষ,ছোট
  17. বৈদ্যুতিক ডায়নামো যে ভিত্তিতে কাজ করে – তড়িৎ চুম্বকীয় আবেশ
  18. হাইড্রোজেন ক্লোরাইড এর গ্যাসীয় অবস্থায় বন্ধন এর প্রকৃতি – সমযোজী
  19. লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে বর্ণের অধঃক্ষেপ পড়ে তা হল – কালো
  20. অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট
  21. তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল যৌগে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হল – 6
  22. যে গ্যাসটি ওজোন স্তর ক্ষয় করে না -CO2
  23. 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি হল -2VP=RT
  24. একটি গ্যাসের বাস্পঘনত্ব 8। 24 গ্রাম ওই গ্যাসের NTP তে আয়তন হবে -33.6L
  25. দাড়ি কামানোর সময় ব্যবহৃত অবতল দর্পণ সাপেক্ষে মুখের অবস্থান হয় – ফোকাস ও বক্রতাকেন্দ্রের ভিতরে
  26. কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক হবে -অপরিবর্তিত
  27. সমান ওয়াটের আলো নিঃসারকগুলির মধ্যে সর্বাধিক শক্তি সাশ্রয়কারী হল -LED
  28. ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় – তেজস্ক্রিয় সালফার
  29. যে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক তা হল – অক্সিজেন
  30. অ্যাসিটিলিন অণুতে থাকা সমযোজী বন্ধন সংখ্যা -5
  31. H2S গ্যাস সংগ্রহ করা হয় -বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা
  32. ‘ম্যালাকাইট’ কোন ধাতুর আকরিক? তামা
  33. যে জ্বালানির মধ্যে সরলতম হাইট্রোকার্বন উপস্থিত থাকে তা হল -সিএনজি(CNG)
  34. বায়োগ্যাসের মূল উপাদান হলো -CH4
  35. কোনো একদিনের উষ্ণতা 30°C হলে কেলভিন স্কেলে তা পাঠ হবে -303
  36. অ্যামালগাম কোন ধাতুর সংকর? -Hg
  37. মোটরগাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় – অবতল দর্পণ
  38. আলোককেন্দ্র দিয়ে যাবার সময় আলোক রশ্মির বিচ্যুতি – 0°
  39. যে পলিমারটি জৈব ভঙ্গুর নয় তাহল -টেফলন
  40. একটি তড়িৎযোজী যৌগ -NaH
  41. থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে ব্যবহৃত হয় – Al
  42. চার্লসের সূত্রে স্থির থাকে – গ্যাসের চাপ ও ভর
  43. তিনটি কার্বনযুক্ত অ্যালকিনে H পরমাণুর সংখ্যা -6
  44. কোনটি গ্রিন হাউস গ্যাস নয় -O2
  45. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় – চার্লস সূত্র থেকে
  46. S.T.P. তে 11.2L কোনো গ্যাসের ভর 22gm, গ্যাসটির আণবিক গুরুত্ব – 44
  47. তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে – বেশি
  48. উত্তর লেন্সের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হয় -1
  49. দাঁতের ডাক্তার যে দর্পণ ব্যবহার করেন – অবতল
  50. কুলম্ব = অ্যাম্পিয়ার/সেকেণ্ড
  51. পরমাণবিক চুল্লিতে ভারী জল ব্যবহৃত হয় – মডারেটর রূপে
  52. সমযোজী ত্রিবন্ধন যুক্ত অণু হল -C2H2
  53. মৌলের পর্যায়গত ধর্ম নয় -গলনাঙ্ক
  54. নেলসার বিকারক বাদামী বর্ণ হয় কার সংস্পর্শে – NH3
  55. ক্যালামাইন কোন ধাতুর আকরিক -Zn
  56. তিন কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনে H পরমাণুরর সংখ্যা -4
  57. পর্যায় সারণীতে ক্ষারধাতুগুলি থাকে -LA
  58. সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল – ওজোন স্তর
  59. 303K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? -30°C
  60. গ্যাসের বাষ্পঘনত্ব D এবং আণবিক গুরুত্ব M হলে -M=2D
  61. যে বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম -নীল
  62. ডায়নামো বা জেনারেটর যে মূলনীতিতে কাজ করে তা হল -তড়িৎ চুম্বকীয় আবেশ
  63. রশ্মিগুলির মধ্যে যে রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি – গামা
  64. চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা – 10
  65. সমযোজী যৌগের উদাহরণ -CCL4
  66. যেটি অজৈব মৃদু তড়িৎবিশ্লেষ্য যৌগের উদাহরণ -CH3COOH
  67. যেটি কিপযন্ত্রে প্রস্তুত করা হয় -H2S
  68. সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় -তড়িৎ বিজারণ পদ্ধতি
  69. সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় -C3H6
  70. বায়োগ্যাসের মূল উপাদান হল-CH4
  71. কোনো একটি দিনের উষ্ণতা 30°C হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পাঠ কত হবে?- 303K
  72. 500g চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন-ডাই-অক্সাইড পাওয়া যাবে?- 220g
  73. কাচের সমান্তরাল স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ – 0°
  74. রোধাঙ্কের SI এককটি হল -ওহম-মিটার
  75. বার্লো চক্রের কার্যনীতি যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হল -ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম
  76. তৃতীয় পর্যায়ের চ্যালকোজেন মৌলটি হল -S
  77. সমযোজী দ্বিবন্ধন আছে -CO2
  78. জলীয় দ্রবণে তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ হল -চিনি
  79. অসওয়াল্ড পদ্ধতিতে 2 মোল NH3 জারিত হয়ে কত মোল NO উৎপন্ন করে? -2
  80. ডুরালমিনে কোনটি থাকে না -Ni
  81. বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ুদূষণ ঘটে? – ট্রপোস্ফিয়ার
  82. STP -তে 11.2L CO2 এর ভর -22gm
  83. একটু সমবাহু প্রিজমের আপাতন কোণ 30°,নির্গমন 40° হলে চ্যুতি কোণের মান হবে -10°
  84. শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান -1
  85. একটি পরিবাহীর প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ -চারগুণ হবে
  86. বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় -আয়নোস্ফিয়ার
  87. অ্যামমিটার পরিমাপ করে -তড়িৎ প্রবাহমাত্রা
  88. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা -14
  89. যে মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায় -Cl2
  90. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ -লঘু HN03
  91. যে গ্যাস শোষণে নেলসার দ্রবণ তামাটে হয়ে যায় তা হল -NH3
  92. অ্যালুমিনিয়ামের একটি আকরিক হল -গিবসাইট
  93. কার্বাইড গ্যাস বাতিতে জ্বলে যে গ্যাসটি সেটি হল -অ্যাসিটিলিন
  94. 12g কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ -44g
  95. কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় -দুধ
  96. প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক – বেগুনি
  97. পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে – চারগুণ
  98. সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায়, কারণ হলো আলোর -বিক্ষেপণ
  99. কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম -I
  100. আয়নীয় যৌগটি হল – খাদ্যলবণ
  101. তড়িৎবিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে – বিজারণ
  102. গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহৃত হয় -Zn
  103. এলপিজির (LPG) -এর প্রধান উপাদান – বিউটেন
  104. যেটি ওজোন স্তরকে ক্ষয় করে না -CO2
  105. 290K এর মান সমান =17°C
  106. কোন গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্পঘনত্ব হবে -32
  107. কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র সর্বাধিক পাওয়া যায় -উত্তল
  108. সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ -লাল ও বেগুনি
  109. রোধাঙ্কের এসআই (SI) একক হল ওহম-মিটার
  110. তড়িৎ ক্ষমতার একক হল -ওয়াট
  111. নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কি প্রকৃতির বন্ধন উপস্থিত? -সমযোজী ত্রিবন্ধন
  112. লাইকার অ্যামোনিয়ায় শতকরা পরিমাণ – ৩৫ ভাগ
  113. গ্রীনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটির ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি?- CH4
  114. 1 মোল কার্বনকে সম্পূর্ণ দহন করলে যে গ্যাস পাওয়া যায় তার STP তে আয়তন -22.4L
  115. তাপীয় পরিবাহিতা সর্বাধিক -রুপো
  116. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব -সর্বদা অসদ
  117. কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি – লাল
  118. ওহমের সূত্র মানে না -সিলিকন

Leave a Comment