HS last minute suggestion geography 2023/উচ্চমাধ্যমিক ২০২৩ লাস্ট মিনিট সাজেশন ভূগোল

আমার অত্যন্ত স্নেহের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত যত্ন সহকারে তৈরি করো এবং পাশাপাশি অন্যান্য বন্ধুদেরও শেয়ার করে দিও যাতে তারাও এই পোস্ট থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি……….

PART -A (Marks=35)

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।

  1. নদীর পুনর্যোবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। ‘রিয়া’ ও ‘ফিয়র্ড’ উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো।
  2. কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো।
  3. ঘূর্ণবাত ও প্রতীত ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কি? মৌসুমি বায়ুর ওপর ‘জেট প্রবাহ’- এর প্রভাব বিশ্লেষণ করো।
  4. বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্যের গুরুত্ব কি? ‘দুর্যোগ’ ও ‘বিপর্যয়’- এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
  5. ‘স্বাভাবিক ক্ষয়চক্র’ তত্ত্বটি আলোচনা করো। জল নির্গমন প্রণালীর সাথে তার নীচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো।
  6. ‘কোয়াটারনারি’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য গুলি কি কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবের মূল্যায়ন করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো।
  7. পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ গুলি বিশ্লেষণ করো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? ‘আইসোডাপেন’ কি?
  8. জলবন্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। কার্যাবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণীবিভাগ করো। ‘ক্ষুদ্র’ ও ‘বৃহৎ’ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি?
  9. সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যেকোনো চারটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ‘অ্যাকুইফার’ ও ‘অ্যাকুইক্লুড’- এর পার্থক্য নির্দেশ করো।
  10. চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর আলোচনা করো। ‘নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত’ বলতে কী বোঝায়?
  11. মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্যের নিরূপণ করো। ‘মৃত্তিকা পরিলেখ’ কাকে বলে?
  12. ‘ওজোন স্তর হ্রাস’ – এর প্রভাবগুলি কি কি? জীববৈচিত্র্যের বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো।
  13. দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ গুলি কি কি? নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন? ভারতে ‘নীল বিপ্লব’ বলতে কী বোঝায়?
  14. ভারতের ‘রেডিমেড পোশাক শিল্প’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ‘কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত’ – বক্তব্যটির সমর্থনে দুটি কারণ উল্লেখ করো। ‘ইন্টারনেট’ এর গুরুত্ব কি?
  15. ‘জনবিবর্তন মডেল’ – এর বিভিন্ন পর্যায়গুলি কি কি? ‘রৈখিক জনবসতি’ বলতে কী বোঝায়? ব্যাঙ্গালুরু ‘ইলেকট্রনিক শিল্পে’ উন্নত হওয়ার দুটি কারণ উল্লেখ করো।
  16. ‘ছত্তিশগড় অঞ্চলের’ খনিজের সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও।
  17. কাস্ট অঞ্চলে সৃষ্ট ‘সিঙ্ক হোল’, ‘পোলজি’ এবং পাতনপ্রস্তর’ কিরূপে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। ‘আরোহন’ ও ‘অবরোহণ’ প্রক্রিয়া বলতে কী বোঝায়?
  18. বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো। ‘এন্সিসল’ ও ‘মলিসল’ মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো।
  19. উদাহরণসহ বিভিন্ন ধরনের ‘মরু উদ্ভিদ’ সম্পর্কে আলোচনা কর। ‘দুর্যোগ’ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নির্দেশ করো।
  20. ‘ক্রান্তীয় ঘূর্ণবাত’ ও ‘নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত’ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। সংক্ষেপে ‘জীববৈচিত্র্য’- এর গুরুত্ব লেখো।
  21. ‘ব্যাপক কৃষি’ প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কি? ‘শস্যাবর্তন’ এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতে ডাল চাষের সমস্যা গুলি কি কি?
  22. ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণসমূহ বিশ্লেষণ করো। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে ‘দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প’ উন্নতিলাভ করেনি কেন?
  23. ‘কাম্য জনসংখ্যা’র সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কি ধরনের ভৌগলিক পরিবেশে ‘বিক্ষিপ্ত জনবসতি’ গড়ে ওঠে? কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো।
  24. ভারতের আদমশুমারি অনুযায়ী ‘পৌরবসতি’র সংজ্ঞা দাও। ‘পরিকল্পনা অঞ্চল’ এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ‘বৃহৎ পরিকল্পনা অঞ্চল’ বলতে কী বোঝায় উদাহরণসহ লেখো।
  25. উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। ইলুভিয়েশন বলতে কী বোঝায়?
  26. তরঙ্গ-কর্তিত মঞ্চ, স্বাভাবিক খিলান ও ব্লো-হোল কিভাবে সৃষ্টি হয়, তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। অধ্যারোপ নদী কাকে বলে?
  27. পরিবেশের উপর ওজোনস্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
  28. জীববৈচিত্র‍্যের জিনগত বৈচিত্র‍্য ও প্রজাতিগত বৈচিত্র‍্য সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো। জেট বায়ুপ্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
  29. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও।
  30. ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? ‘দ্রব্য সূচক’ কি?
  31. বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো।
  32. ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও।
  33. কাস্ট অঞ্চলে ‘ডোলাইন’ ও ‘পাতনপ্রস্তর’ কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। ‘রিয়া উপকূল’ কাকে বলে?
  34. মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। নদীর পুনর্যোবন লাভের ফলে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো।
  35. উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্র কাকে বলে?
  36. জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। ‘দুর্যোগ’ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নিরূপণ কর।
  37. ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? শস্যাবর্তনের সংজ্ঞা দাও।
  38. কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাসবয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন?
  39. পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো।
  40. জনঘনত্ব ও মানুষ জমির অনুপাত এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।বয়ঃলিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো।
  41. কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। ‘নগ্নীভবন’ বলতে কী বোঝায়? ‘অন্ধ উপত্যকা’ ও ‘শুষ্ক উপত্যকা’র সংজ্ঞা দাও।
  42. মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। ‘এলুভিয়েশন’ বলতে কী বোঝায়?
  43. জীববৈচিত্র্যের ‘জিনগত বৈচিত্র‍্য ও প্রজাতিগত বৈচিত্র‍্য’ সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো।
  44. উপযুক্ত চিত্রসহ ‘নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত’ এর জীবনচক্র ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় ও শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায়?
  45. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুফল আলোচনা করো। ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো।
  46. ভারতের পূর্ব- মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।কার্পাস বয়ন শিল্পকে ‘শিকড় আলগা শিল্প’ বলে কেন?
  47. ‘জনাকীর্ণতা’ ও ‘জনস্বল্পতা’র সংজ্ঞা দাও। ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যেকোনো তিন ধরনের শহরের নাম উল্লেখ করো।

Leave a Comment