HS 2023 Political Science Last Minutes Suggestion/উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন ২০২৩

আমার স্নেহের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্যে আরও একটি দুর্দান্ত লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টে আমি তোমাদের সাথে রাষ্ট্রবিজ্ঞানের শেষ মূহুর্ত্তের একটি সাজেশন শেয়ার করবো। তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই পোস্টটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও পূর্ণাঙ্গ হেল্প পায় এই পোস্ট থেকে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই পোস্টটি………..

PART – A      8×5=40

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।

  1. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি? /আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো।********** (প্রথম অধ্যায়)
  2. বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। /বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের  বিভিন্ন রূপ পর্যালোচনা করো।
  3. উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। /উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**********
  4. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? “কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়” -মন্তব্যটির যথার্থতা বিচার করো।**********
  5. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
  6. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ আলোচনা করো। /ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।**********
  7. ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। /ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো।
  8. ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো।
  9. ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো।********** (প্রথম অধ্যায়)
  10. জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো।  জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও।********** (প্রথম অধ্যায়
  11. কালমার্কস এর ঐতিহাসিক বস্তুবাদ /দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। /মার্কস-এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো।**********
  12. বিচারবিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচারবিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। /বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো।**********
  13. এক কক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।**********
  14. ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো।
  15. ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।**********
  16. ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টীকা লেখো।**********
  17. আধুনিক রাষ্ট্রে  শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো।
  18. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা বিশ্লেষণ করো।
  19. ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো।
  20. বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো।
  21. পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো।
  22. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। /ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।**********
  23. ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।**********
  24. ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। /সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো।**********
  25. ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো।**********
  26. গান্ধীজীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। /গান্ধীজীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টীকা লেখো।
  27. ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্ক আলোচনা করো।
  28. লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো।

Leave a Comment