Madhyamik 2023 history short suggestion/last minute final suggestion

মাধ্যমিক ২০২৩ শিক্ষার্থী বন্ধুদের ইতিহাসের MCQ & SAQ সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আজকের এই পোস্ট।তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো ও প্রয়োজনে খাতায় নোটশ করে নাও এবং অন্যান্য সাথী বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও শেষ মূহুর্ত্তের প্রস্তুতি নিতে সহযোগিতা করো। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ নোটশটি……….

  1. হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হল – ইতিহাস চর্চা
  2. বিপিনচন্দ্র পাল লিখেছেন – সত্তর বৎসর
  3. ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশের মুখ্য উদ্দেশ্য ছিল – নারী সমাজের কথা তুলে ধরা
  4. ‘মেকলে মিনিট’ পেশ করা হয় – ১৮৩৫ খ্রিস্টাব্দে
  5. নববৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন – বিজয়কৃষ্ণ গোস্বামী
  6. ‘ধরতি আবা’ কথার অর্থ হল – পৃথিবীর পিতা
  7. ১৮৭৮ খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় – তিনটি স্তরে
  8. মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিঃ) আনুষ্ঠানিক প্রকাশিত হয় – ১ নভেম্বর
  9. ভারত সভার প্রথম সভাপতি ছিলেন –
  10. ভারতমাতা চিত্রটির পূর্ব নাম ছিল – বঙ্গমাতা
  11. ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  12. ‘বিশ্বভারতী’ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় – ১৯৫১ খ্রিস্টাব্দে
  13. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হয়েছিল – বাংলার কৃষক শ্রেণি
  14. ‘ইন্ডিয়া ইন ইন ট্রানজিশন’ গ্রন্থের লেখক – মানবেন্দ্রনাথ রায়
  15. ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতের মাটিতে প্রতিষ্ঠিত হয় – ১৯২৫ খ্রিস্টাব্দে
  16. দীপালী সংঘ ছিল একটি –বিপ্লবী সংঘ
  17. ঢাকার মিসফোর্ড মেডিকেল স্কুলের ছাত্র ছিলেন – বিনয় বসু
  18. কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন – শেখ আবদুল্লা
  19. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয় – ১৯৩২ খ্রিস্টাব্দে
  20. দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা ভীষ্ম সাহানীর উপন্যাসটির নাম – তমস
  21. ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক ছিলেন – সত্যজিৎ রায়
  22. ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –দ্বারকানাথ বিদ্যাভূষণ
  23. ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন’ গঠিত হয়েছিল – ১৮২৩ খ্রিস্টাব্দে
  24. ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন – কাদম্বিনী গাঙ্গুলী
  25. ‘বিধবা বিবাহ আইন’ পাশ হয় – ১৮৫৬ খ্রিস্টাব্দে
  26. সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীক ছিল – শালগাছ
  27. ‘খুৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল – মুন্ডা সমাজে
  28. মহাবিদ্রোহের সময় ‘হিন্দুস্থানের সম্রাট’ বলে ঘোষিত হন – দ্বিতীয় বাহাদুর শাহ
  29. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন – কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  30. বঙ্গমাতা ছবিটি এঁকেছিলেন – অবনীন্দ্রনাথ ঠাকুর
  31. প্রথম বাঙালি মুদ্রণ ব্যবসায়ী ছিলেন –গঙ্গাকিশোর ভট্টাচার্য্য
  32. ‘জাতীয় শিক্ষা পরিষদ’ গঠিত হয় –১৯০৬ খ্রিস্টাব্দে
  33. মেদিনীপুরের কাঁথি ও তমলুকে অহিংস অসহযোগ ও কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন –বীরেন্দ্রনাথ শাসমল
  34. হালি প্রথা প্রচলিত ছিল – বারদৌলিতে
  35. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল – ১৯৩০ খ্রিস্টাব্দে
  36. ভারতের প্রথম ছাত্রী সংগঠন ছিল – মুক্তি সংঘ
  37. ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল – ১১ ই আগস্ট ১৯০৮ খ্রিস্টাব্দে
  38. ‘হরিজন’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন – গান্ধীজী
  39. ভারতের ‘লৌহমানব’ বলা হয় –বল্লভভাই প্যাটেলকে
  40. পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হল – বাংলা
  41. নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় – ১৯৬০ এর দশকে
  42. সরকারি নথিপত্রগুলি যেখানে সংরক্ষিত রয়েছে – মহাফেজখানায়
  43. ‘হুতোমপ্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন – কালীপ্রসন্ন সিংহ
  44. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক –কাদম্বিনী গাঙ্গুলী
  45. ‘নব্য বেদান্তবাদ’ প্রচার করেন – স্বামী বিবেকানন্দ
  46. প্রথম ‘ভারতীয় অরণ্য আইন’ পাস হয় – ১৮৬৫ খ্রিস্টাব্দে
  47. বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন –তিতুমির
  48. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন –মহারানী ভিক্টোরিয়া
  49. ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন – আনন্দমোহন বসু
  50. ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে – আনন্দমঠ উপন্যাসে
  51. শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন – উইলিয়াম কেরি
  52. বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় – ১৯২১ খ্রিস্টাব্দে
  53. বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন- বল্লভভাই প্যাটেল
  54. সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন –কৃষ্ণকুমার মিত্র
  55. ফরোয়ার্ড ব্লক দল গঠন করেন – সুভাষচন্দ্র বসু
  56. বাংলায় ‘প্রতাপাদিত্য উৎসব’ চালু করেন – সরলাদেবী চৌধুরানী
  57. ‘নারীকর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেন – উর্মিলা দেবী
  58. দলিত এর বিকল্প হিসেবে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেছেন – মহাত্মা গান্ধী
  59. ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন – ডঃ রাজেন্দ্রপ্রসাদ
  60. ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতকে যে কয়টি প্রদেশে বিভক্ত করা হয় তা হল – ১৪ টি
  61. ‘সোমপ্রকাশ’ ছিল একটি – সাপ্তাহিক পত্রিকা
  62. বিপিনচন্দ্র পাল লিখেছেন –সত্তর বৎসর
  63. হিন্দু মেলার পূর্ব নাম ছিল – চৈত্রমেলা
  64. উনিশ শতকের বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলে অভিহিত করেছেন – অনিল শীল
  65. সতীদাহ প্রথা রদ হয় – ১৮২৯ খ্রিস্টাব্দে
  66. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় – ১৮৬৫ খ্রিস্টাব্দে
  67. ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল- বঙ্গভাষা প্রকাশিকা সভা
  68. মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিঃ) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি নিযুক্ত হন – লর্ড ক্যানিং
  69. ভারতসভা প্রতিষ্ঠা করেন – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  70. ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন – জগদীশচন্দ্র বসু
  71. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল – এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
  72. ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় – ১৯৩৪ খ্রিস্টাব্দে
  73. ‘সখী সমিতি’ প্রতিষ্ঠা করেন – স্বর্ণকুমারী দেবী
  74. মাদারি পাশি যুক্ত ছিলেন – একা আন্দোলনে
  75. ‘এ আই টি ইউ সি’ এর প্রথম সম্পাদক ছিলেন –চমনলাল
  76. নেহেরু -লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৫০ খ্রিস্টাব্দে
  77. ‘নীল কমিশন’ গঠিত হয় – ১৮৬০ খ্রিস্টাব্দে
  78. রাজ্য পুনর্গঠন আইন পাস হয় – ১৯৫৬ খ্রিস্টাব্দে
  79. ‘রশিদ আলী দিবস’ পালিত হয় – ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি
  80. ‘ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থটি লিখেছেন –খুশবন্ত সিং
  81. নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল- সাধারণ মানুষ
  82. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয় – প্রবাসী পত্রিকায়
  83. হুতুম প্যাঁচার নকশা একটি – তৎকালীন কলকাতার সমাজ দর্পণ
  84. ‘কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন’ এর সভাপতি ছিলেন -টমাস ব্যাবিংটন মেকলে
  85. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ সভা প্রতিষ্ঠিত হয় – ১৮২৭ খ্রিস্টাব্দে
  86. রংপুর বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন –নুরুল উদ্দিন
  87. মুন্ডা সমাজে যৌথ মালিকানাকে বলা হয় – খুঁৎকাঠি প্রথা
  88. উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন – অনিল শীল
  89. মাতৃভাষা সংবাদপত্র আইন পাস হয় –লর্ড লিটনের শাসনকালে
  90. ‘গোরা’ উপন্যাসের লেখক হলেন – রবীন্দ্রনাথ ঠাকুর
  91. সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন – চার্লস উইলকিন্স
  92. ‘আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক’ বলা হয় – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
  93. বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল নেতৃত্ব দিয়েছিলেন –মেদিনীপুর
  94. ‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন – লালা লাজপত রায়
  95. ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় – তাসখন্দে
  96. বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মহিলারা ঘরে ঘরে পালন করে – অরন্ধন
  97. ভারতছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – উষা মেহতা
  98. রশিদ আলি দিবস প্রথম পালিত হয় –১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি
  99. ভারতীয় রাজনীতিতে ‘লৌহমানব’ নামে পরিচিত ছিলেন –সর্দার বল্লভভাই প্যাটেল
  100. ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন –হরি সিং
  101. ‘টোটাল হিস্ট্রি’ চর্চা শুরু করে – ‘অ্যানালগোষ্ঠীর’ ঐতিহাসিকগণ
  102. ‘জীবনের ঝরাপাতা’ আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল – দেশ পত্রিকায়
  103. ‘বামাবোধিনী পত্রিকা’টি ছিল – মাসিক
  104. শিক্ষার ক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি’টি হল – টমাস মেকলের
  105. বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন – ১৭ নম্বর রেগুলেশন দ্বারা
  106. জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠিত হয় – চুয়াড় বিদ্রোহের পর
  107. ‘ওয়াহাবি’ কথার অর্থ হলো –নবজাগরণ
  108. বেগম হযরত মহল মহাবিদ্রোহ নেতৃত্ব দেন – অযোধ্যা
  109. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পায় –১৮৫৮ খ্রিস্টাব্দে
  110. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকা হয়েছিল – বঙ্গভঙ্গের সময়
  111. ‘এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ’ এর বাংলা অক্ষরগুলির ছাঁচ তৈরি করেন – পঞ্চানন কর্মকার
  112. ‘প্রতাপাদিত্য চরিত্র’ প্রকাশিত হয় – ১৮০১ সালে
  113. প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় – শিবচন্দ্র নন্দী
  114. গান্ধীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন হল – অসহযোগ আন্দোলন
  115. চৌকিদার কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দেন – বীরেন্দ্রনাথ শাসমল
  116. গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন – সবরমতি থেকে
  117. ‘সখী সমিতি’ তৈরি করেন –স্বর্ণকুমারী দেবী
  118. ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম ‘মহিলা শহীদ’ – প্রীতিলতা ওয়াদ্দেদার
  119. স্বাধীন দেশীয় রাজ্যগুলির মধ্যে যে রাজ্যটি ভারত যুক্তরাষ্ট্রে প্রথম যোগ দেয় সেটি হল – কাশ্মীর
  120. ‘অর্ধেক জীবন’ বইটির লেখক হলেন – সুনীল গঙ্গোপাধ্যায়
  121. ‘রাজতরঙ্গিণী’ গ্রন্থ থেকে কোন জায়গার ইতিহাস জানা যায় – কাশ্মীরের
  122. ভারতের ‘অগ্নিযুগের অগ্নিকন্যা’ বলা হয়- কল্পনা দত্ত
  123. সপ্তদশ আইন দ্বারা যে কু-প্রথার অবসান ঘটানো হয় তার নাম – সতীদাহ প্রথা
  124. ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলা হয় – ফোর্ট উইলিয়াম কলেজকে
  125. ‘যত মত, তত পথ’ এই বাণীটি –শ্রী রামকৃষ্ণের
  126. বিপ্লব শব্দের অর্থ -আমূল পরিবর্তন
  127. চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন – দুর্জন সিংহ
  128. ‘জমিদার সভা’ প্রতিষ্ঠিত হয় – ১৮৩৮ খ্রিস্টাব্দে
  129. ‘বেঙ্গলি’ পত্রিকার সম্পাদক ছিলেন – সুরেন্দ্রনাথ ব্যানার্জি
  130. ‘গোরা’ উপন্যাস প্রকাশিত হয় – প্রবাসী পত্রিকায়
  131. ‘হ্যালহেডের বাংলা ব্যাকরণ’ ছাপা হয় – ১৭৭৮ খ্রিস্টাব্দে
  132. বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল – সমাচার দর্পণ
  133. ভারতে প্রথম কে ‘মে দিবস’ পালন করেন – সিঙ্গারাভেলু চেট্টিয়ার
  134. বাংলায় ‘ওয়ার্কাস অ্যান্ড পেজান্টস পার্টি’ প্রতিষ্ঠিত হয় – ১৯২৫ খ্রিস্টাব্দে
  135. কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয় –বারদৌলি সত্যাগ্রহ
  136. কার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় – প্রীতিলতা ওয়াদ্দেদার
  137. জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় –১৯০৬ খ্রিস্টাব্দে
  138. ‘হরিজন’ কথাটি প্রথম ব্যবহার করেন – গান্ধীজি
  139. রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় – ১৯৫৬ খ্রিস্টাব্দে
  140. ‘একাত্তরের ডায়েরী’ যে ধরনের গ্রন্থ – স্মৃতিকথা

Leave a Comment