Madhyamik Physical Science Suggestion 2023/মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023

আমার পরম স্নেহের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই পোস্টে আমি তোমাদের জন্যে নিয়ে এলাম ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত বাছাইকরা দুর্দান্ত হুবহু কমন আসার মতো শর্ট প্রশ্নোত্তর /যদি তোমরা এই শর্ট প্রশ্নোত্তর গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে পড়ে তৈরি করো অবশ্যই ভালো মার্কস তুলতে পারবে।অবশ্যই এই পোস্টটি তুমি তোমার অন্যান্য সাথী বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও এই পোস্ট থেকে উপকৃত হতে পারে।তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি…………….

  1. সুপরিবাহির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে – একই থাকে
  2. একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হলো – KCN
  3. তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম কি? – ভোল্টামিটার
  4. হেবার পদ্ধতিতে মলিবডেনাম ধাতুটির ভূমিকা কি? – উদ্দীপক
  5. লোহা ছাড়া অপর একটি ধাতুর নাম লেখো যেটি থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? – Cr
  6. তিনটি C – পরমাণু যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনের H পরমাণু কয়টি? – 8
  7. গ্রীন হাউস এফেক্ট এর জন্য দায়ী – UV রশ্মি
  8. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? –V বনাম P
  9. মিথেনের আণবিক ওজন ১৬, প্রদত্ত কোনটি এর বাষ্পঘনত্ব – 8
  10. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে – শূন্য
  11. সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ – লাল ও বেগুনি
  12. রোধাঙ্কের এসআই (SI) এককটি হল – ওহম- মিটার
  13. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে – বৈদ্যুতিক মোটর
  14. সমযোজী যৌগ –CCl4
  15. তড়িৎবিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় – রাসায়নিক শক্তিতে
  16. ওলিয়ামের সংকেত – H2S2O7
  17. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান – Al
  18. সরলতম জৈব যৌগ –CH4
  19. ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে – CH4
  20. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি হল – সমপরাবৃত্তাকার
  21. 12g কার্বনের সঙ্গে 32g অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হবে? –1
  22. লেন্সের আলোককেন্দ্রে কোন আলোকরশ্মির চ্যুতি হয়? –
  23. সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ? – বেগুনি
  24. ইলেকট্রিক বাল্বের কুণ্ডলটি যা দিয়ে তৈরি হয় – নাইক্রোম
  25. তড়িৎশক্তির একক – কিলোওয়াট -ঘন্টা
  26. চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হবে? – বিটা রশ্মি
  27. কোনটি ক্ষার ধাতুর শ্রেণী? –IA
  28. কোনটি আয়নীয় যৌগ নয়? – NH3
  29. তীব্র তড়িৎবিশ্লেষ্য – NaOH
  30. একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন – C3H6
  31. অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় – CaO
  32. কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? – গোবর গ্যাস
  33. 0°C উষ্ণতার পরম স্কেলে মান হল –273K
  34. যে ধাতুটির প্রসারণ গুণাঙ্ক কম –ইনভার
  35. দন্ত চিকিৎসক মুখের অভ্যন্তরে দেখতে ব্যবহার করেন – অবতল দর্পণ
  36. লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান –
  37. ফ্যারাডে সূত্র দুটি ব্যাখ্যা করে – তড়িৎ চৌম্বকীয় আবেশ
  38. ক্ষার ধাতু নয়? –AI
  39. কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা সবচেয়ে কম? –কঠিন KCI
  40. জলে তড়িৎবিশ্লেষণের সময় অ্যানোডে উৎপন্ন হয় – O2
  41. ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি অধঃক্ষেপ পড়ে সেই দ্রবণটি হল – অ্যামোনিয়া দ্রবণ
  42. কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান? – তামা
  43. যে যন্ত্রের সাহায্যে AC কে DC তে পরিবর্তন করা হয় সেটি হল – রেকটিফায়ার
  44. সমগনীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হল – -CH2-
  45. STP-তে 28 gm CO গ্যাসের আয়তন –22.4L
  46. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? – ট্রপোস্ফিয়ার
  47. প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি? – CO2
  48. অপ্রচলিত বা বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো – বায়ু,সূর্য
  49. সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতার মান -273.15°C – সত্য
  50. বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে? – তাপমাত্রা ও ভর
  51. কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? –পরিবহন
  52. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? – r=2f
  53. ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? – শ্রেণী সমবায়
  54. কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িদাধান 1200 কুলম্ব হবে? – 10 মিনিট
  55. নিউক্লিয়ার রিঅ্যাকটরে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? –ইউরেনিয়াম
  56. কোন তেজস্ক্রিয় রশ্মিটি চৌম্বক ক্ষেত্র দ্বারা সর্বাধিক বিচ্যুত হয়? – বিটা রশ্মি
  57. ক্ষারধাতুগুলি আধুনিক দীর্ঘ পর্যায় -সারণির কোন শ্রেণীতে অবস্থিত? – 1 নম্বর শ্রেণী
  58. ‘দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম’ – মিথ্যা
  59. তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িদ্দারে? –অ্যানোড
  60. ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে বাদামী অধঃক্ষেপ পড়ে তার সংকেত কি? -Fe(OH)3
  61. ক্যালশিয়াম সায়ানামাইডের সংকেত লেখো। – CaNCN
  62. ওলিয়ামের রাসায়নিক নাম কি? – ধূমায়মান সালফিউরিক অ্যাসিড
  63. ইথাইল অ্যালকোহলের নিরুদনে উৎপন্ন যৌগের নাম কি? – ইথিলিন
  64. HCOOH এর IUPAC নাম কি? –মিথানোয়িক অ্যাসিড
  65. PTFE – এর মনোমার কি? –টেট্রাফ্লুরো ইথিলিন
  66. বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়? – মেসোস্ফিয়ার/ট্রোপোস্ফিয়ার
  67. ডিজেল,পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? –পেট্রোল
  68. একটি তরল জীবাশ্ম জ্বালানীর নাম লেখো। –পেট্রোলিয়াম
  69. -27°C উষ্ণতার পরম স্কেলে মান কত হবে? –246K
  70. আয়তন প্রসারণ গুণাঙ্কের এস.আই(SI) একক কি? – K-1
  71. প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি? – লাল ও বেগুনী
  72. মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? – অবতল দর্পণ
  73. আমরা ফিউজ কোথায় যুক্ত করি, লাইভ তারের সঙ্গে না নিউট্রাল তারের সঙ্গে? – লাইভ তার
  74. ওয়াট -ঘন্টা কোন ভৌতরাশির একক? – ক্ষমতা
  75. নিউক্লিয় চুল্লীতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? – নিউক্লিয় বিয়োজন
  76. তেজস্ক্রিয়তার এস.আই (SI) একক কি? – বেকারেল
  77. NH3 তে উপস্থিত বন্ধনের প্রকৃতি কি? -N2
  78. সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর উদাহরণ দাও। – N2
  79. পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? –অম্লায়িত জল
  80. লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িদ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা যায়? –নিকেল সালফেট
  81. নাইট্রোলিম কি? –ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বনের মিশ্রণ
  82. সালফান কাকে বলে? –100% ওলিয়াম
  83. অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি ঘটে? –অ্যামোনিয়াম ক্লোরাইড
  84. PVC- এর মনোমারটির সংকেত কি? –CH2=CH-CI
  85. ডিনেচার্ড স্পিরিট কি? – মিথানল,ইথানল,পিরিডিন ও ন্যাপথার মিশ্রণ
  86. CH3CH2CH2OH এর IUPAC নাম লেখো – বিউটানল
  87. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? – আয়নমন্ডল
  88. বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? – মিথেন
  89. একটি কার্বনবিহীন জ্বালানির নাম লেখো- হাইড্রোজেন
  90. সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10° হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত হবে? –10K
  91. শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা? –আর্দ্র বায়ু
  92. পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ বেশি হয় –মিথ্যা
  93. এস.আই (SI) পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো – Wm-1K-1
  94. স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? – অবতল দর্পণ
  95. ক্যামেরার কোন অংশ আলোর সম্পাতকাল নিয়ন্ত্রণ করে? –শাটার
  96. গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? – সমান্তরাল সমবায়
  97. বার্লোচক্রের ঘূর্ণনের অভিমূখ কিভাবে বদলাবে? –অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে
  98. কোন তেজস্ক্রিয় কণা নির্গমনে আইসোবার সৃষ্টি হয়? –বিটা কণা
  99. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কত নম্বর শ্রেণীতে তিনটি ভৌত অবস্থার মৌল একসাথে থাকে? –17 নং
  100. পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া প্রয়োগ করা হয়? -নিউক্লিয় বিভাজন
  101. দ্বিতীয় পর্যায়ে থাকা ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি? –বেরিলিয়াম
  102. কোনো তড়িৎবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ পরিবহনের সময় তড়িতের বাহক কারা? –আয়ন সমূ
  103. কোন তড়িৎদ্বারকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত রাখা হয়? –অ্যানোড
  104. গাঢ় H2SO4 ও লঘু H2SO4 -এর মধ্যে কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি? –লঘু H2SO4
  105. কোনো অ্যালকেনের 1 টি অণুতে 8 টি হাইড্রোজেন পরমাণু থাকলে কার্বন পরমাণুর সংখ্যা কত? -3
  106. কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে, তার IUPAC নাম লেখো- ইথাইন
  107. একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো- প্রোটিন /সেলুলোজ
  108. একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে? –হাইড্রোক্লোরিক অ্যাসিড

Leave a Comment