Madhyamik History Suggestion 2024// মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

আমার সুপ্রিয় ২০২৪ মাধ্যমিক বন্ধুদের ইতিহাস বিষয়ের প্রস্তুতি সূক্ষ্ম করতে এবং একটি দুর্দান্ত পারফর্ম করে চূড়ান্ত ফলাফল করার জন্যে এবং পাশাপাশি তোমার আত্মবিশ্বাস বাড়াতে আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট। তোমরা এই পোস্টটি প্রথম থেকে শেষ পযর্ন্ত অত্যন্ত যত্ন সহকারে তৈরি করো যাতে তুমিও বাজিমাৎ করতে পারো এবং এই পোস্টটি তুমি তোমার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে সেও পূর্ণাঙ্গ লাভবান হতে পারে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত পোস্টটি……….

  1. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে – ইংরেজরা
  2. ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা ছিল – সোমপ্রকাশ
  3. ‘কাঙাল হরিনাথ’ নামে পরিচিত ছিলেন – হরিনাথ মজুমদার
  4. সতীদাহ প্রথা রদ হয় – 1829 খ্রিস্টাব্দে
  5. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন – মাইকেল মধুসূদন দত্ত
  6. 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় – তিনটি স্তরে
  7. সুই মুন্ডা ছিলেন – কোল বিদ্রোহের নেতা
  8. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – লর্ড ক্যানিং
  9. সিপাহী বিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ
  10. বাংলায় ‘ছাপাখানার জনক’ ছিলেন – চার্লস উইলকিনস
  11. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন – লর্ড ক্যানিং
  12. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল – বঙ্গভাষা প্রকাশিকা সভা
  13. জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন – রাসবিহারী ঘোষ
  14. সামরিক ইতিহাসচর্চা প্রথম শুরু হয় – ইংল্যান্ডে
  15. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন – হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  16. রাজতরঙ্গিনী গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে – স্থানীয় ইতিহাসে
  17. ভারতের প্রথম নীলকর ছিলেন – লুই বোনার্ড
  18. কোন বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত? – মুন্ডা বিদ্রোহ
  19. সভা – সমিতির যুগ হিসাবে পরিচিত – উনিশ শতক
  20. মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন – পঞ্চানন কর্মকার
  21. পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান – চন্দ্রশেখর ভেঙ্কটরমন
  22. বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল – 1872 খ্রিস্টাব্দে
  23. ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক হলেন – রণজিত গুহ
  24. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন – শ্রীরামকৃষ্ণ
  25. ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন – মধুসূদন গুপ্ত
  26. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন – কোল বিদ্রোহে
  27. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল – 1865খ্রিস্টাব্দে
  28. ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল – বঙ্গভাষা প্রকাশিকা সভা
  29. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল – 1858 খ্রিস্টাব্দে
  30. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন – কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  31. বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল- 1921 খ্রিস্টাব্দে
  32. ‘আধুনিক ছাপাখানার’ জনক বলে পরিচিত – গুটেনবার্গ
  33. বিশ্বে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে – 1895 খ্রিস্টাব্দে
  34. ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় – 1853 খ্রিস্টাব্দে
  35. ‘হূল’ কথাটির অর্থ – বিদ্রোহ
  36. ‘জমি আল্লাহর দান’ বলেছিলেন – দুদুমিয়াঁ
  37. স্বামী বিবেকানন্দকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলেছেন – আর জে প্রধান
  38. হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন – প্রফুল্লচন্দ্র রায়
  39. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন – ওয়েলেসলি
  40. ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক হলেন – রণজিৎ গুহ
  41. ক্রিকেট খেলার সূচনা হয় – ইংল্যান্ডে
  42. কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – 1857 খ্রিস্টাব্দে
  43. মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম – বিদ্যাসাগর কলেজ
  44. ভারতে প্রথম অরণ্য আইন প্রণীত হয় – 1865 খ্রিস্টাব্দে
  45. খুঁদকাঠি প্রথার অর্থ – যৌথ মালিকানা
  46. 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অযোধ্যায় নেতৃত্ব দেন – হজরত মহল
  47. চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয় – 1867খ্রিস্টাব্দে
  48. Eighteen fifty seven গ্রন্থের রচয়িতা হলেন – সুরেন্দ্রনাথ সেন
  49. আ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় -1778 খ্রিস্টাব্দে
  50. প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা হলেন – রামরাম বসু
  51. শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় – 22 শ্রাবণ
  52. প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে?- গ্রিস
  53. মেয়েদের মধ্যে প্রথম এমএ পাশ করেন – চন্দ্রমুখী বসু
  54. ‘মেদিনীপুরের লক্ষীবাঈ’ নামে পরিচিত ছিলেন – রানি শিরোমনি
  55. ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন কাল ব্লাম
  56. কাকে ‘বাংলার মুকুটহীন’ রাজা বলা হয়? – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  57. ‘ইউ এন রায় এন্ড সন্স’ ছাপাখানা নামকরণ হয় – 1895 খ্রিস্টাব্দে
  58. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম হল – জীবনস্মৃতি
  59. বন ও বন্যপ্রাণী সংরক্ষণের আন্দোলন অন্তর্ভুক্ত হবে – পরিবেশের ইতিহাসে
  60. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – গিরিশচন্দ্র ঘোষ
  61. সতীদাহপ্রথা নিষিদ্ধ করেছিলেন – লর্ড বেন্টিংক
  62. বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন – কাদম্বিনী গঙ্গোপাধ্যায়
  63. কোলদের জন্য যে পৃথক ভূখণ্ড নির্দিষ্ট করে দেওয়া হয় তা হল – দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি
  64. মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় – 1857খ্রিস্টাব্দের 1 নভেম্বর
  65. বর্তমান ভারত গ্রন্থটি প্রকাশিত হয়েছিল – উদ্বোধন পত্রিকায়
  66. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল – বঙ্গভাষা প্রকাশিকা সভা
  67. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেসন অব সাইন্স প্রতিষ্ঠা করেন – মহেন্দ্রলাল সরকার
  68. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছেলেদের রামায়ণ প্রকাশিত হয় – সিটি বুক সোসাইটি থেকে
  69. রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি রচনা করেন – হরিপদ ভৌমিক
  70. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয়-1792 খ্রিস্টাব্দে
  71. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন – রামতনু লাহিড়ী
  72. পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন – ঈশানচন্দ্র রায়
  73. হাফটোন ব্লক কোন প্রেস প্রথম ব্যবহার শুরু করে ? – ইউ এন রায় অ্যান্ড সন্স
  74. ‘গোলদিঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল – কলিকাতা বিশ্ববিদ্যালয়
  75. ভারত নাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্যরীতি ? – দক্ষিণ ভারত
  76. The Annals of Rural Bengal গ্রন্থটি লিখেছিলেন – উইলিয়াম হান্টার
  77. সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল – বহরমপুরে
  78. জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হন – রাজবিহারী ঘোষ
  79. ‘ক্রেসকোগ্রাফ’ যন্ত্র আবিষ্কার করেন – জগদীশচন্দ্র বসু
  80. ভারতের প্রথম ফুটবলার ছিলেন – নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
  81. সংবাদ প্রভাকর পত্রিকার বিরোধী পত্রিকা ছিল – সোমপ্রকাশ
  82. গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় – বিদ্যারত্ন পেস থেকে
  83. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এমডি উপাধি পান – চন্দ্রকুমার দে
  84. ভয়েলকার ছিলেন – জার্মান কৃষিবিদ
  85. মহারানীর ঘোষণাপত্র প্রকাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন – উইলিয়াম ডার্বি
  86. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল – হিন্দু প্যাট্রিয়ট
  87. শূদ্র জাগরনের কথা আছে – বর্তমান ভারতে
  88. বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা গঠিত হয় – 1912 খ্রিস্টাব্দে
  89. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হন – জহরলাল নেহেরু
  90. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন – মুনসি প্রেমচাঁদ
  91. নবান্ন নাটকের রচয়িতা – বিজন ভট্টাচার্য
  92. তত্ত্ববোধিনী সবার প্রতিষ্ঠাতা – দেবেন্দ্রনাথ ঠাকুর
  93. রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন – নুরুলউদ্দিন
  94. নীল বিদ্রোহের সূচনা হয় – 1859 খ্রিস্টাব্দে
  95. 1857 in our History প্রবন্ধ লেখেন – অধ্যাপক পি সি জোশী
  96. আধুনিক ছাপাখানার জনক বলে পরিচিত – গুটেনবার্গ
  97. শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন – রবীন্দ্রনাথ ঠাকুর
  98. দিক দর্শন পত্রিকাটি প্রকাশ করেন – জে মার্শম্যান
  99. ভারতে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় – কলকাতায়
  100. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় – 1823 খ্রিস্টাব্দে
  101. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক – কাদম্বিনী গাঙ্গুলী
  102. লালন ফকির জন্মগ্রহণ করেন – কুষ্টিয়াতে
  103. ‘ধরতি আবা’ বলা হত – বিরসা মুন্ডা কে
  104. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ – নবজাগরণ
  105. মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডে প্রধানমন্ত্রী ছিলেন – ডিসকাউন্ট পামারস্টোন
  106. হিন্দু মেলার অপর নাম – চৈত্রমেলা
  107. দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় – 1878 খ্রিস্টাব্দে
  108. সন্দেশ পত্রিকা প্রকাশ করেন – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  109. বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক হলেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  110. বাংলায় প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল – পাকরাজেশ্বর
  111. নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা? – সাধারণ মানুষ
  112. বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – উমেশচন্দ্র দত্ত
  113. মুন্ডা উপজাতির মানুষরা ছিল – কৃষিজীবি
  114. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে? -আনন্দমঠ
  115. ‘পুনা সার্বজনীন সভা’ প্রতিষ্ঠিত হয় – 1867 খ্রিস্টাব্দে
  116. ভারত নাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্যরীতি? – দক্ষিণ ভারত
  117. সরকারি নথিপত্র সংরক্ষিত হয় – জাতীয় মহাফেজখানায়
  118. বঙ্গাল গেজেটি নামে বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন – গঙ্গাকিশোর ভট্টাচার্য
  119. সপ্তদশ আইনের দ্বারা ভারতে যে কুপ্রথার অবসান হয় -সতীদাহপ্রথা
  120. ভারতের শিক্ষা ক্ষেত্রে ‘চুঁইয়ে পরা’ শিক্ষানীতি প্রবর্তন করেন – মেকলে
  121. ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ কৃষক বিদ্রোহ ছিল – সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
  122. ‘খুৎকাঠি’ প্রথা যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল তা হল – মুন্ডা বিদ্রোহ
  123. সিপাহী বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন – ডিসরেলি
  124. উনিশ শতকে ভারতের সভা সমিতির যুগ বলেছেন – ডঃ অনিল শীল
  125. বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় – 1836 খ্রিস্টাব্দে
  126. বিদ্যাহারাবলী গ্রন্থটি প্রণয়ন করেন – ফেলিক্স কেরি
  127. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন – রাসবিহারী ঘোষ
  128. সত্তর বৎসর নামক গ্রন্থটি প্রকাশিত হয় – প্রবাসী পত্রিকায়
  129. জীবনের ঝরাপাতা গ্রন্থটি লিখেছিলেন – সরলাদেবী চৌধুরানী
  130. বিরসা মুন্ডার মৃত্যু হয় – 2 জুন
  131. Fighteen Fifty Seven গ্রন্থটি রচনা করেন – সুরেন্দ্রনাথ সেন সুরেন্দ্রনাথ সেন
  132. ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন – পর্তুগিজরা
  133. ভিক্টোরিয়া মেমোরিয়ালের রূপকার হলেন – রাজেন্দ্রনাথ মুখার্জি
  134. জীবনস্মৃতি রচনা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
  135. মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  136. বিধবা বিবাহ আইন পাস হয় – 1856 খ্রিস্টাব্দে
  137. নব্য বেদান্তের প্রবক্তা ছিলেন – স্বামী বিবেকানন্দ
  138. সাঁওতাল বিদ্রোহ শুরু হয় – 1855 খ্রিস্টাব্দে
  139. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ ছিল – মুন্ডা বিদ্রোহ
  140. বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো – চুয়াড় বিদ্রোহ
  141. জমিদার সভার সভাপতি ছিলেন – রাধাকান্ত দেব
  142. মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন – লর্ড ক্যানিং
  143. ‘জাতীয় ও শিক্ষা পরিষদ’ গঠনের প্রেক্ষাপট ছিল – বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
  144. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন – রথীন্দ্রনাথ ঠাকুর
  145. ইতিহাসচর্চাকে ‘অন্যান্য বিদ্যা চর্চার জননী’ বলে অভিহিত করেছেন – জি এম ট্রেভেলিয়ান
  146. An Indian pilgrim আত্মজীবনী টি হল – সুভাষচন্দ্র বসুর
  147. নীলদর্পণ নাটককে ‘আঙ্কল টমস কেবিন’ এর সঙ্গে তুলনা করেছেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  148. হাজী শরীয়ৎউল্লাহ ফরাজী সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন – 1820 খ্রিস্টাব্দে
  149. ইন্ডিয়ান লীগ স্থাপন করেন – শিশিরকুমার ঘোষ
  150. লাইনো টাইপ অক্ষর তৈরি করেন – সুরেশচন্দ্র মজুমদার
  151. স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন – মেঘনাথ সাহা
  152. কন্যার প্রতি পিতার পত্র – গ্রন্থটি কার লেখা? – জওহরলাল নেহেরু
  153. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন – দ্বারকানাথ বিদ্যাভূষণ
  154. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় – 1835 খ্রিস্টাব্দে
  155. তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন – দেবেন্দ্রনাথ ঠাকুর
  156. বিধবা বিবাহ আইন পাস করেন – লর্ড ক্যানিং

Leave a Comment