উচ্চমাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2023/HS last minute suggestion history 2023

আমার একান্ত পরম স্নেহের উচ্চমাধ্যমিক বন্ধুদের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টে আমি তোমাদের সাথে ইতিহাসের শেষ মূহুর্ত্তের কিছু প্রশ্ন নিয়ে হাজির। যদি তোমরা এই কটা প্রশ্ন বিশেষ করে স্টার মার্ক দেওয়া প্রশ্ন গুলি অত্যন্ত যত্ন সহকারে তৈরি করো তাহলে তোমরা প্রতিটি প্রশ্নই হুবহু কমন পাবে গ্যারান্টি। এই পোস্টটি তোমার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও পূর্ণাঙ্গ উপকৃত হই এই সাজেশন থেকে। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই পোস্টটি……….

PART – A (8×5=40)

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

  1. মিথ (উপকথা) ও লিজেন্ড (পুরাকাহিনী) বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে?********** (প্রথম অধ্যায়)
  2. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন- লেনিনের তত্ত্ব আলোচনা কর।********** (দ্বিতীয় অধ্যায়)
  3. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়?
  4. পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।********** (তৃতীয় অধ্যায়)
  5. ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।/সমাজ ও শিক্ষাসংস্কারে রাজা রামমোহন রায়- এর অবদান মূল্যায়ন করো।********** (চতুর্থ অধ্যায়)
  6. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের(1919) সমালোচনামূলক আলোচনা করো।
  7. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
  8. সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল?/সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  9. সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল? /সুয়েজ সংকটের কারণগুলি লেখো।এই সংকটের গুরুত্ব ও ফলাফল লেখো।********** (সপ্তম অধ্যায়)
  10. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো।********** (অষ্টম অধ্যায়)
  11. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
  12. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো।********** (দ্বিতীয় অধ্যায়)
  13. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।********** (তৃতীয় অধ্যায়)
  14. চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। /নানকিং সন্ধির শর্তগুলি লেখো।********** (তৃতীয় অধ্যায়)
  15. চীনে চৌঠা মে (May Fourth) আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।********** (চতুর্থ অধ্যায়)
  16. ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কি ছিল?********** (পঞ্চম অধ্যায়)
  17. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।********** (পঞ্চম অধ্যায়)
  18. জোটনিরপেক্ষ নীতি কি ছিল? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। /জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো।********** (সপ্তম অধ্যায়)
  19. ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো।********** (সপ্তম অধ্যায়)
  20. সার্ক কিভাবে গঠিত হয়েছিল? সার্ক এর উদ্দেশ্য গুলি কি ছিল? /সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কি ছিল?********** (অষ্টম অধ্যায়)
  21. পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি?********** (প্রথম অধ্যায়)
  22. আলীগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
  23. ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।********** (চতুর্থ অধ্যায়)
  24. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো।********** (পঞ্চম অধ্যায়)
  25. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। /১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো।********** (ষষ্ঠ অধ্যায়)
  26. ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল?
  27. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।********** (সপ্তম অধ্যায়)
  28. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর।********** (অষ্টম অধ্যায়)
  29. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।
  30. ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।/ ঔপনিবেশিক সমাজে জাতিগত ব্যবধান ও তার প্রভাব আলোচনা করো।********** (দ্বিতীয় অধ্যায়)
  31. নানকিং -এর সন্ধি এবং টিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। /নানকিং সন্ধির (১৮৪২ খ্রিস্টাব্দ ) শর্তগুলি কি ছিল?
  32. ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো। /ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো।********** (তৃতীয় অধ্যায়)
  33. উনিশ শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য/প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো।********** (চতুর্থ অধ্যায়)
  34. রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজী কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?
  35. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের অবদান পর্যালোচনা করো।********** (ষষ্ঠ অধ্যায়)
  36. পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর প্রভাব কি পড়েছিল?
  37. বি- উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর।
  38. জাদুঘর বা মিউজিয়াম কাকে বলে? মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো।********** (প্রথম অধ্যায়)
  39. উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। উপনিবেশ স্থাপনের কারণগুলি কি কি?********** (দ্বিতীয় অধ্যায়)
  40. ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা কর।********** (তৃতীয় অধ্যায়)
  41. লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো।এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।********** (পঞ্চম অধ্যায়)
  42. ১৯৪৬ -এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো।
  43. ১৯৫০ এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো।
  44. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো।********** (সপ্তম অধ্যায়)
  45. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল?
  46. ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা কর।********** (পঞ্চম অধ্যায়)
  47. কোরিয়া যুদ্ধের (১৯৫০ খ্রিস্টাব্দ ) ফলাফল ও তাৎপর্য কি ছিল?
  48. ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি?
  49. চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো।ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল?
  50. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও।
  51. কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কি হয়েছিল?
  52. ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
  53. ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন?
  54. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।********** (প্রথম অধ্যায়)
  55. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও প্রভাব/ভয়াবহতা সংক্ষিপ্ত আলোচনা করো।********** (পঞ্চম অধ্যায়)

Leave a Comment