H.S Last Minute Suggestion Philosophy 2023/উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2023

আমার সুপ্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি। এই পোস্টে আমি তোমাদের জন্যে দর্শনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির। পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে দেখো এবং প্রশ্নগুলির উত্তর তৈরি করো।এই বছর এই প্রশ্নগুলি তোমাদের জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ।তাই তোমরা অবশ্যই এইগুলি তৈরি করো ও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও যাতে তারাও পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে পারে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই পোস্টটি……….

PART -A : (Marks -40) 8×5=40

  1. উদাহরণসহ বাক্য ও বচনের পার্থক্য ব্যাখ্যা করো।
  2. আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। ‘A’ বচনের সরল আবর্তন হয় না কেন? ‘O’ বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোনো ক্ষেত্রে কি ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব? আলোচনা করো।
  3. উদাহরণসহ ব্যাখ্যা কর : – (1) অব্যাপ্য হেতু দোষ (2) দুটি আশ্রয় বাক্য নঞর্থক হলে তার থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায় না
  4. মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো : সংজ্ঞা, আকার,দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা
  5. সংক্ষিপ্ত টীকা লেখো (1) কাকতালীয় দোষ (2) একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ
  6. নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও।বচনে সংযোজকের কাজ কি? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করো।
  7. বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো। বস্তুগত বিবর্তন কাকে বলে? একে কি প্রকৃত বিবর্তন বলা চলে?
  8. প্রমাণ করোঃ- (i) দুটি হেতুবাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না (ii) একটি ‘A’ বচন কেবলমাত্র প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে।
  9. মিলের ব্যাতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা
  10. সংক্ষিপ্ত টীকা লেখো। (i) মন্দ উপমা (ii) অবৈধ সামান্যীকরণ দোষ (iii)নিরপেক্ষ ন্যায়ের সংস্থান (iv)নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ,পক্ষপদ এবং হেতু পদের কাজ (v)আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ (vi) নিরপেক্ষ ন্যায় (vii) অবৈধ পক্ষ দোষ
  11. বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? বচনের বিরোধীতা কাকে বলে? বচনের বিরোধীতার শর্তগুলি কি কি? বিরুদ্ধ বিরোধীতা কাকে বলে? বচনের বিরুদ্ধ বিরোধীতা ও বিপরীত বিরোধীতার মধ্যে পার্থক্য করো।
  12. অমাধ্যম অনুমান কি?দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই প্রকার আবর্তন কি বৈধ?
  13. আবর্তন কি? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো।
  14. সংক্ষিপ্ত টীকা লেখঃ – (i) নিরপেক্ষ ন্যায় (ii) চতুষ্পদ গঠিত দোষ (iii)সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত দোষ (iv)কাকতালীয় দোষ
  15. মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা, আকার,দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা
  16. মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো। সংজ্ঞা,আকার,দৃষ্টান্ত,সুবিধা,অসুবিধা
  17. নিরপেক্ষ বচনের ‘পদের ব্যাপ্যতা’ বলতে কী বোঝো? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উদাহরণসহ লেখ। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম গুলি কি কি?

Leave a Comment