Madhyamik History Suggestion 2024/মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

আমার পরমস্নেহের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি। এই আর্টিকেলে তোমাদের ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় “উত্তর -ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) থেকে বাছাই করা এককথায় প্রশ্নোত্তর নিয়ে লেখা। এই লেখাটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে একবার চোখ বুলালেই এখান থেকে আসা প্রতিটি প্রশ্ন-ই তোমরা হুবহু কমন পাবে। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক প্রশ্নোত্তর গুলো –

  1. ভারতের ‘লৌহমানব’ বলা হয় -সর্দার বল্লভভাই প্যাটেলকে
  2. ‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন – খুশবন্ত সিং
  3. স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় – ১৯৫৩ খ্রিস্টাব্দে
  4. গোয়া ভারতভুক্ত হয় – ১৯৬১ খ্রিস্টাব্দে
  5. যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় -জুনাগড়
  6. ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় -১৯৬০ খ্রিস্টাব্দে
  7. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় -১৯৫৩ খ্রিস্টাব্দে
  8. দেশীয় রাজ্য ছিল না -বোম্বে
  9. ভাষাভিত্তিক মহারাষ্ট্র রাজ্যটি গঠিত হয় -১৯৬০ খ্রিস্টাব্দে
  10. ভাষাভিত্তিক পাঞ্জাব (এবং হরিয়ানা ও হিমাচল প্রদেশ) রাজ্যটি গঠিত হয় -১৯৬৬ খ্রিস্টাব্দে
  11. কাশ্মীর ভারতভুক্ত হয় -১৯৪৭ খ্রিস্টাব্দে
  12. হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় -১৯৪৯ খ্রিস্টাব্দে
  13. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় – ১৯৫০ খ্রিস্টাব্দে
  14. জুনাগড় কবে ভারতভুক্ত হয় -১৯৪৯ খ্রিস্টাব্দে
  15. চন্দননগর ভারতভুক্ত হয় -১৯৪৯ খ্রিস্টাব্দে
  16. ভারতভুক্তির সময় কাশ্মীরের মহারাজা ছিলেন – হরি সিং
  17. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্যটি ছিল -হায়দ্রাবাদ
  18. নেহেরু – লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয় -১৯৫০ খ্রিস্টাব্দে
  19. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য -অন্ধ্রপ্রদেশ
  20. ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্যগঠনের দাবিতে অনশনে প্রাণ ত্যাগ করেন -পট্টি শ্রীরামালু
  21. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন – ভি.পি মেনন
  22. ভারতের স্বাধীনতা আইন পাশ হয় -১৯৪৭ এর ১৮ জুলাই
  23. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল – লর্ড মাউন্টব্যাটেন
  24. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী -সর্দার বল্লভভাই প্যাটেল
  25. ‘বিষাদ বৃক্ষ’ আত্মজীবনীর লেখক -মিহির সেনগুপ্ত
  26. হায়দ্রাবাদের ভারতভুক্তি অভিযানের নেতৃত্ব দেন -জেনারেল জে.এন চৌধুরী
  27. রাজাকার বাহিনী গড়ে উঠেছিল -হায়দ্রাবাদে
  28. কাশ্মীরের জনসংখ্যার অধিকাংশ ছিলেন -মুসলিম
  29. হায়দ্রাবাদের জনসংখ্যার অধিকাংশ ছিলেন -হিন্দু
  30. কাশ্মীরের সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল -ন্যাশনাল কনফারেন্স
  31. পাক অধিকৃত কাশ্মীর যে নামে পরিচিত -আজাদ কাশ্মীর
  32. কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্যটির নাম -জুনাগড়
  33. স্বাধীন ভারতের প্রথম উদ্বাস্তু কমিশনার ছিলেন -হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়
  34. ডার কমিশন গঠিত হয় -১৯৪৮ খ্রিস্টাব্দে
  35. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন -ফজল আলি
  36. যে ভাষাভাষী মানুষদের নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় -তেলেগু
  37. স্বাধীন ভারতে অবস্থিত একটি ফরাসী উপনিবেশ ছিল -চন্দননগর
  38. গোয়া যে ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল -পোর্তুগীজ
  39. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য -অন্ধ্রপ্রদেশ
  40. ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেন -সিরিল র‍্যাডক্লিফ
  41. ভারতভুক্তির সময়ে হায়দ্রাবাদের নিজাম ছিলেন – ওসমান আলি খান
  42. ‘সুপুরি বনের সারি’ – শঙ্খ ঘোষ
  43. ‘দ্যা মার্জিনাল মেন’ /’প্রান্তিক মানব’ -প্রফুল্ল কুমার চক্রবর্তী
  44. ‘সেদিনের কথা’ -মণিকুন্তলা সেন
  45. ‘মিডনাইট চিলড্রেন’ -সলমন রুশদি
  46. ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’ – জ্যোতির্ময়ী দেবী
  47. ‘কেয়াপাতার নৌকা’ – প্রফুল্ল রায়
  48. ‘একটি জীবন’ -বুদ্ধদেব বসু
  49. ‘সূর্য দীঘল বাড়ি’ – আবু ইসহাক
  50. ‘উদবাস্তু’ -হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
  51. ‘ছেড়ে আসা গ্রাম’ -দক্ষণারঞ্জন বসু
  52. ‘আঁধার মানিক’ – মহাশ্বেতা দেবী
  53. ‘স্বাধীনতার স্বাদ’ – মানিক বন্দ্যোপাধ্যায়
  54. ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ -অতীন বন্দ্যোপাধ্যায়
  55. ‘একাত্তরের ডায়েরি’ -সুফিয়া কামাল
  56. ‘অর্ধেক জীবন’ -সুনীল গঙ্গোপাধ্যায়
  57. ‘অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান’ – নিরোধচন্দ্র চৌধুরী
  58. ‘নতুন ইহুদী’ – সলিল সেন
  59. বল্লভভাই প্যাটেল ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন
  60. সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত হয়েছিল
  61. ১৯৪৭ এর ১৫ ই আগস্ট ভারত বিভাগ কার্যকর হয়
  62. ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে
  63. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন – জওহরলাল নেহেরু
  64. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন – ড.রাজেন্দ্র প্রসাদ
  65. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন – চক্রবর্তী রাজাগোপালাচারী
  66. বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা -২৯ টি
  67. বর্তমানে ভারতে সংবিধান স্বীকৃত ভাষা – ২২ টি
  68. এস.কে.ডার -এর নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে ওঠে
  69. সরকারি ভাষা আইন – ১৯৬৩ খ্রিস্টাব্দে পাশ হয়
  70. ভারতে প্রথম ভাষা ভিত্তিক রাজ্য গড়ে ওঠে -১৯৫৩ খ্রিস্টাব্দে
  71. জে. ভি.পি কমিটি – ১৯৪৮ সালে গঠিত হয়
  72. রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা – ৩ জন
  73. দেশভাগের স্মৃতি ফুটে উঠেছে এমন একটি চলচ্চিত্রের নাম -ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’
  74. দেশীয় রাজ্য জুনাগড়ের জনসংখ্যার অধিকাংশ ছিলেন হিন্দু ধর্মাবলম্বী -সত্য
  75. কাশ্মীরের মহারাজা পাকিস্থানে যোগ দিতে ইচ্ছুক ছিলেন – মিথ্যা
  76. হায়দ্রাবাদের নিজাম ভারতভুক্তির পক্ষে ছিলেন – মিথ্যা
  77. জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগ দিতে ইচ্ছুক ছিলেন – সত্য
  78. স্বাধীনতার সময় ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল প্রায় ছয় শতাধিক – সত্য
  79. ভারতের ইতিহাসে স্বাধীনতাপ্রাপ্তির পরবর্তী পাঁচ বছর ‘পুনর্বাসনের যুগ’ নামে পরিচিত -সত্য
  80. কেন্দ্রীয় সরকার বাংলায় উদ্বাস্তু সমস্যার সমাধানে যথেষ্ট আন্তরিক ছিলেন না -সত্য
  81. দেশের পশ্চিমাঞ্চল অপেক্ষা পূর্বাঞ্চলে উদবাস্তু সমস্যা অনেক ভয়াবহ আকার ধারণ করেছিল – সত্য
  82. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ সফল করতে গঠিত হয়েছিল দেশীয় রাজ্য দফতর – সত্য
  83. জওহরলাল নেহেরুর উদ্যোগে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল – সত্য
  84. ন্যাশনাল কনফারেন্স – শেখ আব্দুল্লা
  85. পাঞ্জাব ও পাতিয়ালা – PEPSU
  86. ভারতের বিসমার্ক – সর্দার বল্লভভাই প্যাটেল
  87. ভারতভুক্তির দলিল – ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন
  88. হায়দ্রাবাদের শাসক -নিজাম

Leave a Comment