Madhyamik History Suggestion 2024/মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই আর্টিকেলে আমি তোমাদের ইতিহাস পাঠ্যপুস্তকের সপ্তম অধ্যায় ‘বিংশ শতকের ভারতে নারী,ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনঃ -বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে গুরুত্বপূর্ণ এককথায় প্রশ্নোত্তর নিয়ে লিখেছি। যদি তোমরা প্রথম থেকে শেষ পযর্ন্ত এই প্রশ্নোত্তর গুলো যত্ন নিয়ে দেখো অবশ্যই হুবহু কমন পাবে।

  1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল -১৯০৫ খ্রিস্টাব্দে
  2. মাতঙ্গিনী হাজরা ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -তমলুক
  3. দিপালী সংঘ (১৯২৩) প্রতিষ্ঠা করেছিলেন -লীলা নাগ (রায়)
  4. ‘নারী কর্ম মন্দির’ (১৯২১) প্রতিষ্ঠা করেছিলেন -ঊর্মিলা দেবী
  5. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল -ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
  6. দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন -গান্ধিজি
  7. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন -বীণা দাস
  8. অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন -শচীন্দ্র প্রসাদ বসু
  9. ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল -মালাবারে
  10. আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন -কমলা দেবী চট্রোপাধ্যায়
  11. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে নেতৃত্ব দেন – সূর্য সেন
  12. ভারত স্ত্রী মহামন্ডল প্রতিষ্ঠা করেন -সরলাদেবী চৌধুরানী
  13. রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন – সরোজিনী নাইডু
  14. বাংলার গভর্নর আন্ডারসনকে হত্যা করার চেষ্টা করেন – উজ্জ্বলা মজুমদার
  15. ভারতছাড়ো আন্দোলন বাংলার যে অঞ্চলে সবচেয়ে বিস্তার লাভ করেছিল -তমলুক
  16. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে যে মহিলা অংশ নেন – প্রীতিলতা ওয়াদ্দেদার
  17. ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন – শ্রী নারায়ণ গুরু
  18. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত -বীরসালিঙ্গম পান্তুলু
  19. আইন অমান্য আন্দোলনের সময় ধরসানা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন – সরোজিনী নাইডু
  20. পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন – প্রীতিলতা ওয়াদ্দেদার
  21. ভারতছাড়ো আন্দোলন হয়েছিল -১৯৪২ খ্রিস্টাব্দে
  22. আইন অমান্য আন্দোলন হয়েছিল -১৯৩০ খ্রিস্টাব্দে
  23. দিপালী সংঘ প্রতিষ্ঠিত হয় -ঢাকায়
  24. সত্যশোধক সমাজ গঠন করেন -জ্যোতিবা ফুলে
  25. অনুশীলন সমিতি (১৯০২) প্রতিষ্ঠা করেন -সতীশচন্দ্র বসু
  26. ঢাকা অনুশীলন সমিতি (১৯০৬) প্রতিষ্ঠা করেন -পুলিনবিহারী দাস
  27. বেঙ্গল ভলান্টিয়ার্স (১৯১২) দল প্রতিষ্ঠা করেন -হেমচন্দ্র ঘোষ
  28. মাহাদ মার্চ (মাহাদ সত্যাগ্রহ) পরিচালনা করেন – বি.আর.আম্বেদকর
  29. ‘দীনমিত্র’ যে সংগঠনের মুখপত্র ছিল -সত্যশোধক সমাজ
  30. ঝাঁসির রাণী বাহিনীর নেতৃত্ব দেন – লক্ষ্মী স্বামীনাথন
  31. ‘বাঘাযতীন’ নামে পরিচিত -যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
  32. বর্ণব্যবস্থাকে ‘প্রাচীণ বৃক্ষে’র সঙ্গে তুলনা করেছেন /বর্ণ ব্যবস্থার সমর্থক ছিলেন – গান্ধিজি
  33. মহিলা রাষ্ট্রীয় সংঘ (১৯২৮) প্রতিষ্ঠা করেন -লতিকা ঘোষ
  34. অহিংস -অসহযোগ আন্দোলনকালে বাংলায় স্টিমার ধর্মঘটে নেতৃত্ব দেন -নেলি সেনগুপ্তা
  35. ‘ভারত-জার্মান বিপ্লবী ষড়যন্ত্র’ এ জড়িত ছিলেন -ননীবালা দেবী
  36. পূর্ববঙ্গে ‘বন্দেমাতরম’ ধ্বনি নিষিদ্ধ হয় -লিয়ন সার্কুলারে
  37. মেদিনীপুরের জেলাশাসক জগলাস -কে হত্যা করেন বেঙ্গল ভলান্টিয়ার্সের যে সদস্য -প্রদ্যোৎ ভট্টাচার্য্য
  38. জালালাবাদের মুক্তি যুদ্ধে (১৯৩০) শহীদ হন -হরিগোপাল বল (টেগরা)
  39. জাস্টিস পাটি (১৯১৭) প্রতিষ্ঠিত হয় -মাদ্রাজে
  40. বেঙ্গল ভলান্টয়ার্স (বি.ভি.) দল সর্বাধিক সক্রিয় ছিল -মেদিনীপুরে
  41. সখী সমিতি (১৮৯৬) প্রতিষ্ঠা করেন -ঊর্মিলা দেবী দাশ
  42. পুলিশ আধিকারিক লোম্যানকে হত্যা করেন -বিনয়কৃষ্ণ বসু
  43. ভারতছাড়ো আন্দোলন হয়েছিল -১৯৪২ খ্রিস্টাব্দে
  44. আইন অমান্য আন্দোলনের সময় বোম্বাই প্রেসিডেন্সিতে ওয়াদালা লবণ সত্যাগ্রহ/চৌপাট্টি লবণ সত্যাগ্রহ) এ নেতৃত্ব দেন -কমলাদেবী চট্রোপাধ্যায়
  45. মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা -হরিচাঁদ ঠাকুর
  46. ঊষা মেহতা ভারতছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন
  47. অ্যান্টি -সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্রপ্রসাদ বসু
  48. ‘গান্ধিবুড়ি’ বলা হয় মাতঙ্গিনী হাজরাকে
  49. ‘মাস্টার দা’ নামে পরিচিত সূর্য সেন
  50. লীলা নাগ (রায়) দীপালী সংঘের সঙ্গে যুক্ত ছিলেন
  51. বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম সরলা দেবী চৌধুরানি
  52. গান্ধি-আম্বেদকরের মধ্যে ১৯৩২ সালে (২৫ সেপ্টেম্বর ) পুণা চুক্তি স্বাক্ষরিত হয়
  53. রশিদ আলী দিবস ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি পালিত হয়েছিল
  54. কাশী বিদ্যাপীঠ অহিংস অসহযোগ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল
  55. তিনটি (যথাক্রমে ১৯৩০,১৯৩১ এবং ১৯৩২ খ্রিস্টাব্দে ) গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল
  56. সরলাদেবী চৌধুরানী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে (ভারতীয় মহিলা) যোগদান করেন
  57. ‘ভারতীয় বিপ্লববাদের জননী’ বলা হয় মাদাম ভিকাজি রুস্তমজি কামা-কে
  58. গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৩১ সালে
  59. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়
  60. দলিত আন্দোলনের একজন নেতা হলেন বি.আর.আম্বেদকর
  61. প্রীতিলতা ওয়াদ্দেদার ‘ফুলতার’ ছদ্মনামে পরিচিত
  62. সরোজিনী নাইডু ‘ভারতের নাইটিঙ্গেল বা ‘ভারতের বুলবুল’ নামে পরিচিত
  63. রশিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন
  64. স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন সরলাদেবী চৌধুরানী
  65. দেবদাসী প্রথা বিলোপের জন্য মুথুললক্ষ্মী রেড্ডি
  66. গান্ধিজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন -মিথ্যা
  67. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী -মিথ্যা
  68. দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত -মিথ্যা
  69. মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী -মিথ্যা
  70. লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ঘোষণা দিয়েছিলেন -সত্য
  71. ১৯২২ এর চৌরিচৌরা ঘটনার প্রেক্ষিতে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন -সত্য
  72. দলিত আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে আম্বেদকর গড়ে তোলেন ‘বহিষ্কৃত হিতকারিনী সভা’ (১৯৪২),ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট পার্টি (১৯৩৬), অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন /সর্বভারতীয় তফশিলি ফেডারেশন (১৯৪২) প্রভৃতি সংগঠন – সত্য
  73. কেরালার গুরুবায়ুর মন্দিরে নিম্নবর্ণের প্রবেশাধিকারের দাবিতে আন্দোলন গড়ে তোলেন কে. কেলাপ্পান,এ.কে গোপালন প্রমূখ – সত্য
  74. লীলা নাগ (রায়) দিপালী সংঘের তরফে প্রকাশ করেন ‘জয়শ্রী’ পত্রিকা – সত্য
  75. বিপ্লবী বীণা দাস ‘মন্দিরা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন -সত্য
  76. উত্তরসহ স্তম্ভমিলনঃ-
  77. রশিদ আলী – আজাদ হিন্দ ফৌজ
  78. আম্বেদকর -পুণা চুক্তি (১৯৩২)
  79. বি.আর.আম্বেদকর -দলিত আন্দোলন
  80. ডন সোসাইটি – সতীশচন্দ্র মুখোপাধ্যায়
  81. অলিন্দ যুদ্ধ – বিনয় বাদল দীনেশ
  82. ভারতী পত্রিকা – সরলাদেবী চৌধুরানী
  83. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি -র‍্যামসে ম্যাকডোনাল্ড
  84. কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি – বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
  85. ভয়েস অফ ফ্রিডম -ঊষা মেহতা
  86. মতুয়া মহাসংঘ -নমঃশূদ্র আন্দোলন

Leave a Comment