Madhyamik History Suggestion 2024/মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

আমার স্নেহের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল। এই আর্টিকেলে মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের (বিংশ শতকের ভারতে কৃষক,শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ -বৈশিষ্ট্য ও পর্যালোচনা ) বাছাইকরা এককথায়। এইগুলি অত্যন্ত যত্ন সহকারে প্রথম থেকে শেষ পযর্ন্ত পড়ে খাতায় নোটশ করে নিয়ে তৈরি করে রাখো বেস্ট রেজাল্টের জন্যে।

  1. ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন – মাদারি পাসি
  2. নিখিল ভারত ট্রেড ইউনিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল – ১৯২০ খ্রিস্টাব্দে
  3. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল – গুজরাটে
  4. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল – বাংলার কৃষক শ্রেণি
  5. বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন – যুক্তপ্রদেশে
  6. রুম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়েছিল – গোদাবরী উপত্যকায়
  7. সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন – স্বামী সহজানন্দ
  8. কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল – বোম্বাইতে
  9. ‘ওয়ার্কাস অ্যাণ্ড পেজেন্টস পার্টি’ যুক্ত ছিল – সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
  10. একা আন্দোলন ঘটেছিল – অহিংস আন্দোলনের পর্যায়ে
  11. এম.এন. রায় এর প্রকৃত নাম – নরেন্দ্রনাথ ভট্টাচার্য
  12. এম.এন. রায় এর পুরো নাম – মানবেন্দ্রনাথ রায়
  13. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন – প্রিন্টার্স অ্যাণ্ড কম্পোজিটার্স লিগ
  14. ভারতের প্রথম স্বীকৃত ট্রেড ইউনিয়ন – মাদ্রাজ লেবার ইউনিয়ান
  15. ভারতের প্রথম সরকারি স্বীকৃতি প্রাপ্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন – নিখিল ভারত ট্রেড ইউনিয়ান কংগ্রেস
  16. মাদ্রাজ লেবার ইউনিয়ন (১৯১৮) প্রতিষ্ঠা করেন – বি.পি.ওয়াদিয়া
  17. ভারতে ‘মে দিবস’ পালনের প্রথম উদ্যোগ (১৯২৩ মাদ্রাজে) নেন – সিঙ্গরাভেলু চেট্টিয়ার
  18. ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা – দ্য সোশালিস্ট
  19. দ্য সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক – এস.এ. ডাঙ্গে
  20. লাঙ্গল পত্রিকার সম্পাদক – কাজী নজরুল ইসলাম
  21. গণবাণী পত্রিকার সম্পাদক – মুজাফফর আহমেদ
  22. রুম্পা বিদ্রোহের নেতা ছিলেন – আল্লুরি সীতারাম রাজু
  23. তিনকাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল – নীল
  24. মোপলা কৃষক বিদ্রোহ ঘটেছিল – অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে
  25. মেদিনীপুরের কাঁথি ও তমলুক মহাকুমায় ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন – বীরেন্দ্রনাথ শাসমল
  26. ‘দেশপ্রাণ’ নামে পরিচিত – বীরেন্দ্রনাথ শাসমল
  27. পতিদার যুবক মন্ডল গড়ে উঠেছিল – গুজরাটে
  28. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় – ১৯২০ খ্রিস্টাব্দে
  29. ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় – ১৯২৫ খ্রিস্টাব্দে
  30. ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা – এম.এন. রায়
  31. ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় – কানপুরে
  32. র‍্যাডিকাল ডেমোক্রেটিক পাটি প্রতিষ্ঠা করেন – এম.এন.রায়
  33. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল – ১৯২৯ খ্রিস্টাব্দে
  34. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা (১৯২৯) – ফজলুল হক
  35. মধুবনী কৃষক বিদ্রোহ ঘটেছিল – অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে
  36. মধুবনী কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন – স্বামী বিদ্যানন্দ
  37. ‘অযোধ্যা কিষান সভা’ (১৯২০) প্রতিষ্ঠা করেন – বাবা রামচন্দ্র
  38. মোপলা বিদ্রোহ (১৯২১) সংঘটিত হয়েছিল – কেরালার মালাবার উপকূলে
  39. বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ অভিধায় ভূষিত করেন – বারদৌলির মহিলারা
  40. ‘গান্ধী বনাম লেলিন’ নামক ইস্তাহার রচনা করেন – এস.এ. ডাঙ্গে
  41. জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন অনুষ্ঠিত হয় – ১৯৩৯ খ্রিস্টাব্দে
  42. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় – তাসখন্ডে
  43. বোম্বাই শহরে – নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়
  44. ১৯৩৯ – খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়
  45. ভারতের বিহারের চম্পারণে – (গান্ধিজির নেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দে) সর্বপ্রথম সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়
  46. বিদেশের রাশিয়ার তাসখন্ডে (এম.এন.রায়ের নেতৃত্বে ১৯২০ খ্রিস্টাব্দে ) – প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়
  47. সাইমন কমিশন বিরোধী আন্দোলনে – লালা লাজপত রায় মৃত্যুবরণ করেন
  48. ‘ইনকিলাব’ পত্রিকার সম্পাদক ছিলেন – গোলাম হোসেন
  49. ১৯৩৪ সালে ভারতে কমিউনিস্ট পার্টি বে-আইনি ঘোষিত হয়
  50. ‘ইন্ডিয়া টু-ডে’ গ্রন্থের লেখক – রজনীপাম দত্ত
  51. ‘ইন্ডিয়া ইন ট্রানজিশান’ গ্রন্থের লেখক – মানবেন্দ্রনাথ রায়
  52. ‘শের -ই-বঙ্গাল’ নামে পরিচিত ছিলেন – ফজলুল হক
  53. গুজরাটের বারদৌলি তালুকের উচ্চবর্ণের কৃষকরা – ‘উজালিপরাজ’ নামে পরিচিত
  54. গুজরাটের বারদৌলি তালুকের নিম্নবর্ণের কৃষকরা – ‘কালিপরাজ’ নামে পরিচিত
  55. গুজরাটের বারদৌলি তালুকে – ‘হালি প্রথা’ প্রচলিত ছিল
  56. হায়দ্রাবাদের তেলেঙ্গানায় – ‘বেট্টি প্রথা’ প্রচলিত ছিল
  57. সুভাষচন্দ্র বসু – ‘ফরওয়ার্ড ব্লক দল’ প্রতিষ্ঠা করেন
  58. বল্লভভাই প্যাটেল – ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন
  59. নিখিল ভারত ট্রেড ইউনিয়ান কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন – লালা লাজপত রায়
  60. ভারতছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরের তমলুকে (তাম্রলিপ্ত জাতীয় সরকার ) প্রতিষ্ঠিত হয়েছিল
  61. তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা /সর্বাধিনায়ক ছিলেন – সতীশচন্দ্র সামন্ত
  62. ক্যানাল কলোনি আইনের (১৯০৭) বিরুদ্ধে পাঞ্জাবে (নেতৃত্ব দেন – লালা লাজপৎ রাই ও অজিত সিং) কৃষক আন্দোলন গড়ে উঠেছিল
  63. বিহারে প্রাদেশিক কিষাণ সভা (১৯২৯) প্রতিষ্ঠা করেন – স্বামী সহজানন্দ সরস্বতী
  64. ‘অন্ধ্র কিষাণ সভা’র প্রতিষ্ঠাতা – এন.জি.রঙ্গ
  65. আইন অমান্য আন্দোলনের সময় ‘কৃষক সঙ্গম’ গড়ে উঠেছিল -কেরালায়
  66. গুজরাটের বারদৌলি তালুকের নিম্নবর্ণের কৃষক ‘কালিপরাজ’ দের গান্ধিজি নতুন নামকরণ করেছিলেন – ‘রানিপরাজ’
  67. ১৯২৯ সালে ‘শিল্পবিরোধ বিল’ ও ‘জননিরাপত্তা বিল’ পাশ হয়েছিল
  68. ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টির (শ্রমিক-কৃষক-দল) মুখপত্রের নাম – সাপ্তাহিক ‘লাঙ্গল’ পত্রিকা
  69. গুজরাটের বারদৌলি তালুকের স্বচ্ছল কৃষক সম্প্রদায় – পতিদার নাম পরিচিত
  70. একা আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে – সত্য
  71. মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন – মিথ্যা
  72. মিরাট ষড়যন্ত্র মামলায় (১৯২৯) ব্রিটিশের আক্রমণের মূল লক্ষ্য ছিল ভারতের কমিউনিস্ট পার্টি – সত্য
  73. মিরাট ষড়যন্ত্র মামলায় (১৯২৯) অভিযুক্ত দুজন বিদেশি হলেন ফিলিপ স্প্র‍্যাট ও বেঞ্জামিন ব্রাডলি – সত্য
  74. কেরালার মালাবার অঞ্চলের মুসলিম কৃষক সম্প্রদায় মোপলা নামে পরিচিত – সত্য
  75. গান্ধীজী বল্লভভাইকে ‘সর্দার’ উপাধি দেন – মিথ্যা
  76. বাবা গরীবদাস একা আন্দোলনে নেতৃত্ব দেন – সত্য
  77. কৃষক আন্দোলনের প্রতি গান্ধীজী উদাসীন ছিলেন – মিথ্যা
  78. মোপলা বিদ্রোহ ক্রমে হিংসাত্মক হয়ে উঠেছিল -সত্য
  79. কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে (১৯৩৯) সুভাষচন্দ্র বসু গান্ধীজীর সমর্থিত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন – সত্য
  80. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ ছিল নগণ্য – সত্য
  81. ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন গঠন করেন বি.পি ওয়াদিয়া – সত্য
  82. প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক আন্দোলনে গতিশীলতা লক্ষ্য করা যায় – সত্য
  83. জাতীয় কংগ্রেস প্রাথমিক পর্বে কৃষক শ্রমিক আন্দোলনের প্রতি উদাসীন ছিল – সত্য
  84. কেরালার মালাবার অঞ্চলের হিন্দু জমিদার শ্রেণি জেনিমি নামে পরিচিত ছিল – সত্য

উত্তরসহ স্তম্ভমিলন

  1. বীরেন্দ্রনাথ শাসমল – অসহযোগ আন্দোলন
  2. বীরেন্দ্রনাথ শাসমল – কৃষক আন্দোলন
  3. বল্লভভাই প্যাটেল – বারদৌলি আন্দোলন
  4. কুনবি – পশ্চিম ভারতের নিম্নবর্গের কৃষক
  5. রায়ত সভা (১৯২৩) এন.জি.রঙ্গ
  6. গান্ধী দিবস – আইন অমান্য আন্দোলন
  7. চৌরিচৌরার ঘটনা (১৯২২) – অসহযোগ আন্দোলন
  8. নিখিল ভারত কিষান সভা – ১৯৩৬ খ্রিস্টাব্দ
  9. চম্পারন কৃষি বিল – ১৯১৭ খ্রিস্টাব্দ
  10. তিন কাঠিয়া প্রথা – বিহারের চম্পারণ

Leave a Comment