মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪/Madhyamik History Suggestion 2024 WBBSE

আমার পরমস্নেহের মাধ্যমিক বন্ধুরা আজ এই আর্টিকেলে আমি তোমাদের সাথে ইতিহাসের পঞ্চম অধ্যায় ‘বিকল্প চিন্তা ও উদ্যোগঃ- বিশ্লেষণ ও পর্যালোচনা’ থেকে বাছাইকরা এককথায় নিয়ে লিখেছি।তোমরা এই আর্টিকেলটি অত্যন্ত যত্ন সহকারে প্রথম থেকে শেষ পযর্ন্ত পড়ো বা প্রয়োজনে খাতায় নোটশ করে তৈরী করো বেস্ট রেজাল্টের জন্য।

এককথায়ঃ-

  1. ভারতে ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  2. বিশ্বভারতী (১৯২১) প্রতিষ্ঠা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
  3. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল – এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
  4. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অব সায়েন্স’ এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন – সি.ভি. রামন
  5. ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল – ১৮৫৫ খ্রিস্টাব্দে
  6. ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ খ্রিস্টাব্দে
  7. ইউ. রায় অ্যান্ড সন্স (১৮৯৫) ভূমিকা নিয়েছিল – বাংলায় মূদ্রণ শিল্পের প্রসারে
  8. ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন – জগদীশচন্দ্র বসু
  9. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ (IACS) এর প্রতিষ্ঠাতা – মহেন্দ্রলাল সরকার
  10. কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা – স্যার আশুতোষ মুখোপাধ্যায়
  11. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স’ (IACS) প্রতিষ্ঠিত হয় – ১৮৭৬ খ্রিস্টাব্দে
  12. ‘বাংলার গুটেনবার্গ’/ ‘বাংলা মুদ্রণ শিল্পের জনক’ নামে খ্যাত – চার্লস উইলকিনস
  13. ইউ. রায় অ্যান্ড সন্স (১৮৯৫) সংস্থাটি প্রতিষ্ঠা করেন – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  14. ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন – চার্লস উইলকিনস
  15. মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন – পঞ্চানন কর্মকার
  16. বাংলায় প্রথম ছাপাখানা (১৭৭৮) প্রতিষ্ঠিত হয় – চুঁচুড়ায়
  17. ১৭৭৮ খ্রিস্টাব্দে চুঁচুড়ায় বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন – জন এন্ড্রুজ
  18. ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ গ্রন্থটির রচয়িতা – ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  19. আধুনিক ভারতের বিজ্ঞান – বিষয়ক প্রথম গবেষণাগারটি তৈরি করেন – মহেন্দ্রলাল সরকার
  20. ভারতে প্রথম ছাপাখানা (গোয়া,১৫৫৬) স্থাপন করেন – পর্তুগিজরা
  21. বাংলায় প্রথম ছাপাখানা (চুঁচুড়া,১৭৭৮) স্থাপন করে – ব্রিটিশরা
  22. বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন – রথীন্দ্রনাথ ঠাকুর
  23. শ্রীরামপুর মিশন প্রেস (১৮০০) স্থাপন করেন – উইলিয়াম কেরি
  24. পূর্ববঙ্গের – রংপুরে প্রথম ছাপাখানা গড়ে ওঠে
  25. শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বই – বাইবেলের বঙ্গানুবাদ
  26. প্রথম বাঙালি প্রকাশক ছিলেন – গঙ্গাকিশোর ভট্টাচার্য
  27. ইউ. রায়. অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বই – টুনটুনির বই
  28. ‘সন্দেশ’ পত্রিকা ছাপা হতো – উপেন্দ্রকিশোরের ছাপাখানায়
  29. লাইনো টাইপ প্রবর্তন করেন – সুরেশচন্দ্র মজুমদার
  30. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম – ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’
  31. ১৮০০ খ্রিস্টাব্দে ‘শ্রীরামপুর মিশ্রণ প্রেস’ প্রতিষ্ঠিত হয়
  32. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – (১৮৫৫ খ্রিস্টাব্দে) বর্ণপরিচয় রচনা করেন
  33. ১৯২১ খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়
  34. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট /জাতীয় শিক্ষা পরিষদের বর্তমান নাম – যাদবপুর বিশ্ববিদ্যালয়
  35. বিশ্বভারতী/ শান্তিনিকেতন – বীরভূম জেলার বোলপুরের সন্নিকটস্থ ভুবনডাঙার মাঠে অবস্থিত
  36. রবীন্দ্রনাথ ঠাকুর (১৯২১ খ্রিস্টাব্দে) – শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন
  37. কলকাতার সংস্কৃত প্রেস /সংস্কৃত যন্ত্র প্রেস (১৮৪৭) স্থাপন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  38. ‘ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স’ – ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ এর মুখপত্র ছিল
  39. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন – রাসবিহারী ঘোষ
  40. বেঙ্গল ন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন – অরবিন্দ ঘোষ
  41. একটি স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানের নাম – জাতীয় শিক্ষা পরিষদ (১৯০৬)
  42. ঔপনিবেশিক বাংলার একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম – বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (১৯০৬)
  43. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (১৯০৬) প্রতিষ্ঠা করেন – তারকনাথ পালিত
  44. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (১৯০৬) এর প্রথম অধ্যক্ষ ছিলেন – প্রমথনাথ বসু
  45. ঔপনিবেশিক শিক্ষানীতির একজন সমালোচকের নাম – রবীন্দ্রনাথ ঠাকুর
  46. বাংলায় প্রথম সচিত্র বই প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য (ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ১৮১৬ খ্রিস্টাব্দে)
  47. প্রথম সচিত্র বাংলা বই ‘অন্নদামঙ্গল (১৮১৬) এর চিত্রগুলি অঙ্কন করেন -শিল্পী রামচাঁদ রায়
  48. ভারতীয় উদ্যোগে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম – গঙ্গাকিশোর ভট্টাচার্যের ‘বাঙ্গালা গেজেটি’ পত্রিকা (এটি গঙ্গাকিশোরের নিজস্ব ছাপাখানা বাঙ্গালা গেজেটি যন্ত্রালয় থেকে ১৮১৮ সালে প্রথম প্রকাশিত হয়)
  49. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ এর প্রথম অধিকর্তা ছিলেন – প্যারিমোহন মুখোপাধ্যায়
  50. ‘টেক’ নামক জার্নাল – বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মুখপত্র ছিল
  51. শান্তিনিকেতনের বিখ্যাত কলাভবনটি – ১৯০৯ সালে স্থাপিত হয়
  52. শিলাইদহে ‘মহর্ষি দাতব্য চিকিৎসালয়’ এবং ‘হিতৈষী’ তহবিল প্রতিষ্ঠা করেন – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
  53. প্রথম বাংলা রঙিন পত্রিকার নাম – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পাদিত ‘সন্দেশ পত্রিকা’
  54. শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বই – বাইবেলের বঙ্গানুবাদ ‘মঙ্গলমতিয়ের সমাচার’
  55. ইউ. রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বই – টুনটুনির বই (১৯১০)
  56. ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ’ গ্রন্থটি প্রথম মূদ্রিত হয়েছিল (১৭৭৮) – এন্ড্রুজের ছাপাখানা থেকে

সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ-

  1. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ১৯১০ সালে জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে মিশে যায় – সত্য
  2. রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষানীতির সমর্থক ছিলেন – মিথ্যা
  3. শ্রীরামপুর মিশন প্রেস থেকে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র মুদ্রিত হয় – সত্য
  4. কলকাতার আদি প্রকাশনা শিল্প হল বটতলার প্রকাশনা – সত্য
  5. ইউ. রায়. অ্যান্ড সন্স -কে কেন্দ্র করে ছাপাখানার ব্যবসায়িক বিকাশ শুরু হয় – সত্য
  6. কলকাতার বিজ্ঞান কলেজ বর্তমানে ‘রাজাবাজার সায়েন্স কলেজ’ নামে পরিচিত – সত্য
  7. ফোর্ট উইলিয়াম কলেজের বই – পত্র শ্রীরামপুর মিশন প্রেসে ছাপানো হতো – সত্য
  8. জগদীশচন্দ্র বসু রচিত ‘অব্যক্ত’ গ্রন্থটি বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষার একটি আদর্শ উদাহরণ – সত্য
  9. রেডিও বা বেতার যন্ত্রের আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু – সত্য
  10. বসু বিজ্ঞান মন্দিরে দীর্ঘ গবেষণার পর জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন – সত্য

উত্তরসহ স্তম্ভমিলনঃ-

  1. অরবিন্দ ঘোষ – বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (১৯০৬)
  2. তারকনাথ পালিত – বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (১৯০৬)
  3. ইতিহাসমালা – উইলিয়াম কেরি
  4. রাজা প্রতাপাদিত্য চরিত্র – রামরাম বসু
  5. রাজাবলি – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  6. শিশুশিক্ষা – মদনমোহন তর্কালঙ্কার
  7. বঙ্গীয় বিজ্ঞান পরিষদ – সত্যেন্দ্রনাথ বসু
  8. হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি – আচার্য প্রফুল্লচন্দ্র রায়
  9. জাতীয় শিক্ষা পরিষদ – সত্যেন্দ্রনাথ ঠাকুর/ রাসবিহারী ঘোষ
  10. ইন্ডিয়ান স্ট্যাটিসস্টিক্যাল ইনস্টিটিউট (ISI) – প্রশান্তচন্দ্র মহালানবিশ

Leave a Comment