মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪/2024 Madhyamik History Suggestion

আমার প্রিয় মাধ্যমিক বন্ধুদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল।এই আর্টিকেলে ইতিহাসের চতুর্থ অধ্যায়ঃ-‘সংঘবদ্ধতার গোড়ার কথাঃ-বিশ্লেষণ ও বৈশিষ্ট্য’ থেকে গুরুত্বপূর্ণ এককথায় নিয়ে লেখা। তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই আর্টিকেলটি পড়ে খাতায় নোটশ করে বেস্ট রেজাল্টের জন্য তৈরি করো।

  1. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন – বি.ডি সাভারকার
  2. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল- বঙ্গভাষা প্রকাশিকা সভা
  3. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন – অবনীন্দ্রনাথ ঠাকুর
  4. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে – ১৮৫৮ খ্রিস্টাব্দে
  5. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন – রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  6. ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় – ষন১৮৭৫ খ্রিস্টাব্দে
  7. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন – স্বামী বিবেকানন্দ
  8. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন – ব্যঙ্গ চিত্রশিল্পী
  9. মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন -লর্ড ক্যানিং
  10. ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  11. উনিশ শতককে ‘সভা – সমিতির যুগ’ বলেছেন – ডক্টর অনিল শীল
  12. নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন – অবনীন্দ্রনাথ ঠাকুর
  13. ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থের রচয়িতা – সুরেন্দ্রনাথ সেন
  14. ‘রাষ্ট্রগুরু/’বাংলার মুকুটহীন রাজা’/’সারেন্ডার নট’নামে পরিচিত – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  15. মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয় – ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর
  16. ‘ভাইসরয়’ শব্দের অর্থ – রাজপ্রতিনিধি
  17. ‘ন্যাশনাল পেপার’ সাপ্তাহিকের সম্পাদক – নবগোপাল মিত্র
  18. ‘হিন্দু মেলা’র মুখপত্র ছিল – ন্যাশনাল পেপার
  19. ‘ভারতের জাতীয়তাবাদের জনক’ বলা হয় – স্বামী বিবেকানন্দকে
  20. ‘আনন্দমঠ’ উপন্যাসে – সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়
  21. সিভিল সার্ভিসে ভারতীয় পরীক্ষার্থীদের বয়সসীমা কমানোর এবং অস্ত্র আইন ও মাতৃভাষায় সংবাদপত্র আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে – ভারতসভা
  22. লর্ড রিপন ইলবার্ট বিল পাশ করেন – ১৮৮৩ খ্রিস্টাব্দে
  23. ভারতসভার উদ্যোগে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় – ১৮৮৩ খ্রিস্টাব্দে
  24. মহারানী ভিক্টোরিয়া ‘ভারত সম্রাঙ্গী’ উপাধি পান – ১৮৭৭ খ্রিস্টাব্দে
  25. পুনা সার্বজনিক সভা (১৮৭০) প্রতিষ্ঠা করেন – মহাদেব গোবিন্দ রানাডে
  26. ‘মহাজন সভা’ (১৮৮৪) প্রতিষ্ঠিত হয় – মাদ্রাজে
  27. ‘হিন্দুমেলা’র অপর নাম ছিল – চৈত্রমেলা
  28. দমনমূলক অস্ত্র আইন (১৮৭৮) ও মাতৃভাষায় সংবাদপত্র আইন (১৮৭৮) পাশ করেন – লর্ড লিটন
  29. ভারতসভার মুখপত্র ছিল – বেঙ্গলি পত্রিকা
  30. বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  31. লন্ডনে ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ প্রতিষ্ঠা (১৮৩৯) করেন – উইলিয়াম অ্যাডাম
  32. ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় – ১৮৫১ খ্রিস্টাব্দে
  33. ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ – এর প্রথম সভাপতি – রাধাকান্ত দেব
  34. ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ – এর প্রথম সম্পাদক – দ্বারকানাথ ঠাকুর
  35. একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম – গগনেন্দ্রনাথ ঠাকুর
  36. ‘ভারতমাতা’ চিত্রটি বঙ্গভঙ্গ – বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত
  37. ভারতসভার একজন প্রতিষ্ঠাতার নাম – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  38. ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
  39. ‘আনন্দমঠ’ রচনা করেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৮২ খ্রিস্টাব্দে)
  40. ‘আনন্দমঠ’ উপন্যাস – বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়
  41. ১৮৫৭ – এর বিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত বিতর্কঃ- সিপাহী বিদ্রোহঃ- জন লরেন্স, চার্লস রেকস/দাদাভাই নৌরজি,হরিশচন্দ্র মুখোপাধ্যায়// জাতীয় বিদ্রোহঃ- কার্ল মার্কস, নর্টন,ডাফ// স্বাধীনতার প্রথম সংগ্রামঃ- বিনায়ক দামোদর সাভারকার// সামন্ত বিদ্রোহঃ-রজনীপাম দত্ত,রমেশচন্দ্র মজুমদার
  42. ১৮৫৭ -এর বিদ্রোহকে ‘সামন্তশ্রেণীর মৃত্যু কালীন আর্তনাদ’ বলে অভিহিত করেছেন – ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার
  43. সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহের প্রথম সূচনা হয় ব্যারাকপুরে (১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ)
  44. সিপাহী বিদ্রোহ /মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয় – মিরাটে (১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে)
  45. মঙ্গল পান্ডে ছিলেন – সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ
  46. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন – লর্ড ক্যানিং
  47. মহাবিদ্রোহের নেতৃত্বঃ- ঝাঁসি – রাণী লক্ষ্মীবাঈ/ বিহার – কুনওয়ার সিং/ দিল্লী – বখত খান/ অযোধ্যা – বেগম হজরত মহল/ কানপুর – তাঁতিয়া টোপি,নানাসাহেব(ধুন্দুপন্থ)
  48. মহাবিদ্রোহের নামসর্বস্ব নেতা ছিলেন – মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ (তাঁকে ‘শাহেনশা -ই- হিন্দ’ উপাধি প্রদান করা হয় )
  49. ভারতে মোগল শাসনের অবসান ঘটে – ১৮৫৮ খ্রিস্টাব্দে
  50. শেষ মোগল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ
  51. বাংলার একজন জাতীয়তাবাদী সাহিত্যকের নাম – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  52. ইলবার্ট বিলের বিরুদ্ধে ইংরেজরা – ডিফেন্স অ্যাসোসিয়েশন (ব্রনসনের নেতৃত্বে ) সংগঠন গড়ে তোলে
  53. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গচিত্রের নাম – জাতাসুর/পরভূতের কাকলি/বিদ্যার কারখানা /বাকযন্ত্র
  54. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গচিত্র সংকলনের নাম – বিরূপ বজ্র/ নয়া হুল্লোড় /অদ্ভূত লোক
  55. ‘এ নেশান ইন মেকিং’ গ্রন্থের রচয়িতা – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ-

  1. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি – মিথ্যা
  2. ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন – মিথ্যা
  3. ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল – মিথ্যা
  4. হিন্দুমেলা মূলত একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান – মিথ্যা
  5. রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি ১৯১০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় – সত্য
  6. গোরা উপন্যাসের ‘গোরা’ (গৌরমোহন) জন্মসূত্রে একজন আইরিশ – সত্য
  7. অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’ চিত্রের প্রকৃত নাম ‘বঙ্গমাতা’ – সত্য
  8. অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’ চিত্রের নামকরণ করেন ভগিনী নিবেদিতা – সত্য
  9. স্বামীজীর ‘বর্তমান ভারত’ ১৯০৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় – সত্য
  10. হিন্দুমেলা চৈত্র সংক্রান্তির দিন অনুষ্ঠিত হতো – সত্য
  11. শ্বেতাঙ্গ সমাজ ইলবার্ট বিলকে সমর্থন করেছিল – মিথ্যা
  12. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলি ‘প্রবাসী’ ও ‘মর্ডান রিভিউ’ পত্রিকায় প্রকাশিত হতো – সত্য
  13. ১৮৩৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জমিদার সভা এবং ১৮৩৯ খ্রিস্টাব্দে লন্ডনে প্রতিষ্ঠিত ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ পরস্পর মিলিত হয়ে ১৮৫১ খ্রিস্টাব্দে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ রূপে আত্মপ্রকাশ করে – সত্য

উত্তরসহ স্তম্ভমিলনঃ-

  1. নবগোপাল মিত্র – হিন্দু মেলা
  2. রাধাকান্ত দেব – ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
  3. বিনায়ক দামোদর সাভারকার – ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেনডেন্স
  4. ইন্ডিয়ান লীগ – শিশিরকুমার ঘোষ
  5. বঙ্গভাষা প্রকাশিকা সভা – কালীনাথ রায়চৌধুরী
  6. রমেশচন্দ্র মজুমদার – দ্যা সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ ১৮৫৭

Leave a Comment