মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪/ Madhyamik History Suggestion 2024

  1. ‘বিপ্লব’ কথার অর্থ হল – আমূল পরিবর্তন
  2. প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান হল – ভারতসভা
  3. ‘রাষ্ট্রগুরু’ কাকে বলা হয়? – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
  4. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন – অবনীন্দ্রনাথ ঠাকুর
  5. ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  6. ‘জাতীয় বিজ্ঞান চর্চার জনক’ নামে কে পরিচিত? – মহেন্দ্রলাল সরকার
  7. সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্রটি হল – পথের পাঁচালী
  8. পৃথিবীর প্রাচীন খেলার নাম কী? মানাকালা
  9. নববিধান ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় – 1880 খ্রিস্টাব্দে
  10. কোন বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত?- মুন্ডা বিদ্রোহ
  11. বাঁশের কেল্লা নির্মাণ করেন – তিতুমীর
  12. ‘বন্দেমাতারাম’ গানটির সূরারোপ করেন – যদুভট্ট
  13. ‘বোসন কণা’ আবিষ্কার করেন – সত্যেন্দ্রনাথ বসু
  14. ‘লাইনো টাইপ’ তৈরি করেন – সুরেশচন্দ্র মজুমদার
  15. ‘কুচিপুরি’ নৃত্যের উৎপত্তিস্থল যে রাজ্যে – অন্ধ্রপ্রদেশ
  16. চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন – সুন্দরলাল বহুগুণা
  17. প্রথম মহিলা এমএ পাস করেন – চন্দ্রমুখি বসু
  18. যে বড়লাটের আমলে প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক দেখা দেয় – লর্ড বেন্টিংক
  19. সর্বশুভকরি পত্রিকায় যে প্রথার বিরুদ্ধে বিদ্যাসাগর প্রবন্ধ রচনা করেন – বাল্যবিবাহ
  20. চিরাগ আলী নেতৃত্ব দেন – সন্ন্যাসী ফকির বিদ্রোহ
  21. ‘খুঁৎকাঠি প্রথা’ যে বিদ্রোহের সঙ্গে যুভক্ত – মুন্ডা বিদ্রোহ
  22. ‘খল ব্রাহ্মণ’ হল একটি – চিত্র
  23. বেগম হযরত মহল সিপাহী বিদ্রোহের যে অঞ্চলে নেতৃত্ব দেন – লখনউ
  24. সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠা করেন – বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
  25. বাংলার মুদ্রণ শিল্পের জনক হলেন – চার্লস উইলকিনস
  26. মেবার পতন নাটকটির রচয়িতা – দ্বিজেন্দ্রলাল রায়
  27. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় – 1792 খ্রিস্টাব্দে
  28. আধুনিক ভারতের জনক বলা হয় – রাজা রামমোহন রায়কে
  29. বালাকোটের যুদ্ধ ঘটে – 1831 খ্রিস্টাব্দে
  30. কোল বিদ্রোহ প্রথম শুরু হয় – রাঁচিতে
  31. গোবিন্দ ধন্দুপন্থ পরিচিত ছিলেন – নানা সাহেব
  32. যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – 1955 খ্রিস্টাব্দে
  33. ক্যালকাটা গেজেট প্রকাশ করেন – গ্লাডউইন
  34. ‘ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’ উক্তিটি বলেছেন – এ এইচ কার
  35. ‘টেলিগ্রাফ ওয়ার’ বলে বিখ্যাত যে বিদ্রোহ, সেটির নাম হল – 1857 মহাবিদ্রোহ
  36. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন – উমেশচন্দ্র দত্ত
  37. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার দৈনিক পত্রিকার রূপান্তরিত হয় – 1892 খ্রিস্টাব্দে
  38. ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন- রামমোহন রায়
  39. ধাদকার শ্যামগঙ্গা যে বিদ্রোহের নেতা ছিলেন, তার নাম – চুয়াড় বিদ্রোহ
  40. সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে ‘পেশাদার ডাকাতদের উপদ্রব’ বলেছেন – ওয়ারেন হেস্টিংস
  41. জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন – দ্বারকানাথ ঠাকুর
  42. গোরা উপন্যাসটি রচিত হয়েছে – অসাম্প্রদায়িক আবহে
  43. ‘ভারত ধর্ম মহামন্ডল’ প্রতিষ্ঠিত হয় 1887 খ্রিস্টাব্দে
  44. বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত হয় – স্বদেশী আন্দোলনের সময়
  45. নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নাম কিসের সঙ্গে যুক্ত? – ফুটবল
  46. কলকাতা নগরীর পতন ঘটে – 1690 খ্রিস্টাব্দে
  47. কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – 1857 খ্রিস্টাব্দে
  48. ‘দিকু’ কথার অর্থ – বহিরাগত
  49. 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন – লর্ড ক্যানিং
  50. প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল – অন্নদামঙ্গল
  51. অব্যক্ত গ্রন্থটির লেখক – জগদীশচন্দ্র বসু
  52. নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল – সাধারণ মানুষ
  53. সোমপ্রকাশ ছিল একটি – সাপ্তাহিক পত্রিকা
  54. উনিশ শতকের বাংলা নবজাগরণ কে ‘ঐতিহাসিক প্রবঞ্জনা’ বলেছেন – বিনয় ঘোষ
  55. নব্যবঙ্গীয় গোষ্ঠীর মুখপত্র ছিল – এথেনিয়াম
  56. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন – রামমোহন রায়
  57. ‘মেদিনীপুরের লক্ষীবাঈ’ নামে পরিচিত – রানী শিরোমনি
  58. ‘ওয়াহাবি’ আন্দোলনের সূত্রপাত হয় – আরবে
  59. ‘ভারত মাতা’ চিত্রটি অঙ্কন করেন – অবনীন্দ্রনাথ ঠাকুর
  60. বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল – সমাচার দর্পণ
  61. ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন – মহেন্দ্রলাল সরকার
  62. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় – 1800 খ্রিস্টাব্দে
  63. খেলাধুলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন – বোরিয়া মজুমদার
  64. ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থটির ইতিহাস অন্তর্ভুক্ত হবে – শিল্পচর্চার ইতিহাসের
  65. লালন ফকির ছিলেন- আধ্যাত্বিক সাধক
  66. 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল – বাংলার নদীয়ায়
  67. ‘বিরুপবজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন – গগনেন্দ্রনাথ ঠাকুর
  68. গোরা প্রকাশিত হয় – 1910 খ্রিস্টাব্দে
  69. বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – শান্তিনিকেতনে
  70. বিপিনচন্দ্র পাল লিখেছেন – সত্তর বৎসর
  71. নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়- 1940-1950 এর দশকে
  72. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন – হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  73. স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন – ডেভিড হেয়ার
  74. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় – 1854 খ্রিস্টাব্দে
  75. ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত – রামরতন মল্লিক
  76. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন – কোল বিদ্রোহে
  77. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল – বঙ্গভাষা প্রকাশিকা সভা
  78. আনন্দমঠ প্রকাশিত হয় – 1882 খ্রিস্টাব্দে
  79. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত একজন – ব্যঙ্গচিত্রকর
  80. History of Hindu Chemistry গ্রন্থের লেখক হলেন – প্রফুল্ল চন্দ্র রায়
  81. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল – এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
  82. হিস্টোরিয়া শব্দটি হল – গ্রিক শব্দ
  83. পাঞ্জাবে উট চালকদের গানকে বলা হত – টপ্পা
  84. চারণ কবি নামে খ্যাত – মুকুন্দ দাস
  85. পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল – ময়মনসিংহে
  86. বুদ্ধু ভগত কোন বিদ্রোহের নায়ক? – কোল বিদ্রোহ
  87. A Nation in Making গ্রন্থটির রচয়িতা – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  88. ‘অস্ত্র আইন’ পাস হয়েছিল কার আমলে?- লর্ড লিটন
  89. ‘গোলদিঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল – কলিকাতা বিশ্ববিদ্যালয়

Leave a Comment